বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রবীণ নাগরিকেরা? জানুন আসল সত্য

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৫:০০:
দাবি:
জুন থেকে প্রবীণ নাগরিকরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধার জন্য আধার কার্ড, পেনশন বই বা পরিচয়পত্রের প্রয়োজন। ট্রেন, বাস, মেট্রো এবং দেশীয় ফ্লাইটে এই সুবিধা পাওয়া যাবে। প্রবীণদের প্রতি মাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দিতে ভারত সরকারের তরফে নাকি এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এমনই দাবি করে একাধিক খবর প্রকাশিত হয়েছে। হরিয়ানার ফরিদাবাদ পুরসংস্থার ওয়েবসাইটেও এমন দাবি করা হয়েছে। ইতিমধ্যেই প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ভ্রমণের খবর সমাজ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
আসল সত্য:
জানা যাচ্ছে ওয়েবসাইটটি ভুয়ো ও সন্দেহজনক। এদের তরফে যে দাবি করা হয়েছে অর্থাৎ প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ভ্রমণের দাবিটিও মিথ্যে। প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ সংক্রান্ত কোনওরকম বিজ্ঞপ্তি ভারত সরকারের তরফে প্রকাশ করা হয়নি। সরকারিভাবে কোনও ঘোষণাও করা হয়নি। সাধারণত সরকারি ওয়েবসাইটের ইউআরএল-ও এমন হয় না। জানা যাচ্ছে, ওই ওয়েবসাইটটি ২০২৪ সালের মার্চ মাসে মার্কিন মুলুকে রেজিস্টার করা হয়। আমেরিকান ইন্টারনেট ডোমেইন ও ওয়েব হোস্টিং কোম্পানি Go Daddy-র মাধ্যমে এই ওয়েবসাইটটি নাথিভুক্ত করা হয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোনও যোগাযোগ নেই। মনে করা হচ্ছে, প্রতারণার ফাঁদ পাততেই এমন ভুয়ো খবর ছড়ানো হতে পারে।