বিদেশে গিয়েও বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ভোলেননি অভিষেক, এবার সিঙ্গাপুরে INA মেমোরিয়ালে গেলেন তিনি

তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সফর শেষ করে সেখানে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এবার পৌঁছে গিয়েছেন সিঙ্গাপুরে।

May 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৭:০০: পাকিস্তানের মুখোশ বিশ্বের দরবারে খুলে দিতে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল ঘুরে বেড়াচ্ছে নানা দেশে। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সফর শেষ করে সেখানে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এবার পৌঁছে গিয়েছেন সিঙ্গাপুরে।

সেখানেও নানা কর্মকাণ্ডে জড়ালেন নিজেকে। দেশপ্রেম যে তাঁর হৃদয়ে আছে সেটাও বোঝালেন।

সিঙ্গাপুরে পৌঁছে আইএনএ মেমোরিয়াল থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনে গিয়ে শ্রদ্ধা জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ। তারপর সেখান থেকে ফেসবুকে নিজের অভিজ্ঞতা পোস্ট করলেন।

ফেসবুক পোস্টে অভিষেক লিখেছেন, ‘আজ, সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে আইএনএ মেমোরিয়ালে, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আন্তরিকভাবে স্মরণ করছি।

একজন শীর্ষ রাষ্ট্রনায়ক, নির্ভীক দেশপ্রেমিক এবং ভারতের স্বাধীনতার সন্ধানে একজন সংজ্ঞায়িত ব্যক্তিত্ব।’ বিদেশে গিয়ে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ভোলেননি তিনি।

সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অভিষেকরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনার রাষ্ট্রদূত শিল্পক আম্বুলের দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের সঙ্গে বৈঠক করেন।

কেন্দ্রের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে প্রতি দেশেই নিজের বক্তব্যের মাধ্যমে নজর কেড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানে গিয়ে যেমন পাকিস্তানের মুখোশ খুলেছেন, পাশাপাশি রাসবিহারী বসুর স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হতে দেখা গেছে তাঁকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন, অবিচল অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন বাংলার সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen