এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপে সোনা জয় ভারতীয় জওয়ান গুলবীর সিংয়ের

May 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপে সোনা জয় ভারতীয় জওয়ান গুলবীর সিংয়ের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার গুমিতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপে সোনা জিতলেন ভারতের জওয়ান গুলবীর সিং। ১০,০০০ মিটার দৌড় ইভেন্টে সোনা জিতেছেন বছর ছাব্বিশের গুলবীর। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে।

তৃতীয় ভারতীয় হিসাবে এই নজির গড়লেন তিনি। উল্লেখ্য, শেষবার ২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্সে ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতের জি লক্ষ্মনণ। দৌড় শেষ করতে তিনি সময় নেন ২৮ মিনিট ৩৮.৬৩ সেকেন্ড। সোনা জেতার পাশাপাশি ন্যাশনল রেকর্ড গড়েন তিনি। এদিনের দৌড়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেন অর এক ভারতীয় জাওয়ান। তিনি শেষ করেন চতুর্থ স্থানে। আগামী শুক্রবার ৫০০০ মিটার দৌড়ের ফাইনালে নামবেন গুলবীর। সেই ইভেন্টেও তাঁর সোনা জয়ের আশায় দিন গুনছে গোটা দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen