পুরনো চালেই ভরসা, দিলীপকে ফর্মে ফেরার বার্তা দিল্লির BJP নেতাদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি আবারও রাজনীতির মূল স্রোতে ফিরে আসছেন?
বিজেপির অন্দরের খবর, সম্প্রতি দিল্লির তরফে নাকি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে; পুরনো ফর্মেই যেন আবারও সক্রিয়ভাবে কাজ করেন দিলীপ। দলবদলু গোষ্ঠীর আপত্তিকে পাত্তা না দিয়ে, দিলীপ ঘোষকে নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা ছিলেন। ২০১৯-র লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির নজরকাড়া সাফল্যের কারিগর দিলীপ ঘোষ। তাঁকে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে দিল্লি।
জানা গিয়েছে, দিলীপ ঘোষকে মেদিনীপুরে তাঁর পুরনো সাংগঠনিক এলাকায় নিয়মিত কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে। আরএসএসের তরফ থেকেও তাঁকে অনুরোধ করা হয়েছে, যাতে তিনি দলের কাজ চালিয়ে যান। মেদিনীপুরে ইতিমধ্যে একাধিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠন মজবুত করার চেষ্টায় নেমে পড়েছেন দিলীপ।
সূত্রের খবর, খুব শীঘ্রই দিলীপ ঘোষকে বিজেপির রাজ্যস্তরের কর্মসূচিতে দেখা যাবে। তাঁর জন্য আলাদা করে পদ রাখার কথাও ভাবা হচ্ছে, যাতে তিনি আবারও রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে বিজেপিতে শুভেন্দু অধিকারীর একছত্র ক্ষমতা কমতে পারে।