এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব পারফরম্যান্স ভারতের, ২য় দিনে ৬ পদক
বুধবারও ভারতের ঘরে এসেছে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা। সেই সঙ্গে ব্যক্তিগত বিভাগ থেকে এসেছে বেশ কয়েকটি পদক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৬: ২৬তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার ভারতকে ৮ বছর পর সোনালি সাফল্য এনে দিয়েছিলেন গুলবীর সিং। ১০ হাজার মিটার রেসে সোনার পদক পেয়েছিলেন। বুধবারও ভালই কাটল ভারতীয় অ্যাথলিটদের কাছে। এদিন ভারতের ঘরে এসেছে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা। সেই সঙ্গে ব্যক্তিগত বিভাগ থেকে এসেছে বেশ কয়েকটি পদক।
এমন অভূতপূর্ব পারফরম্যান্সের ফলে পদক তালিকায় তৃতীয় স্থানে ভারত। শীর্ষে রয়েছে চিন। দ্বিতীয় স্থানে জাপান। কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সব মিলিয়ে দু’টি সোনা, চারটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক টিম ইন্ডিয়ার ঝুলিতে। ভারতের ৪x৪০০ মিটার মিক্সড রিলে টিম দৌড় শেষ করতে সময় নিয়েছে মাত্র ৩:১৮.২০ সেকেন্ড। সন্তোষ কুমার তামিলরাসন, রূপাল চৌধুরী, বিশাল থেন্নারাসু কায়ালভিঝি এবং শুভা ভেঙ্কটেসনের দল শীর্ষে শেষ করেন। চিন (৩:২০.৫২ সেকেন্ড) এবং শ্রীলঙ্কা (৩:২১.৯৫ সেকেন্ড)-র অ্যাথলিটদের পিছনে ফেলে সোনা জিতে নেন তাঁরা।
পাশাপাশি ডেকাথেলনে রুপো জিতেছেন তেজাস্বিন শঙ্কর ৭৬১৮ স্কোর করে। এই বিভাগে সোনা জিতেছেন চিনের ফেই জিয়াং। তাঁর স্কোর ৭৬৩৪। পুরুষদের ট্রিপল জাম্পে ১৬.৯০ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের প্রবীণ চিত্রাভেল।