তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে এই পরিবর্তন প্রক্রিয়ার মধ্যেই নবান্নে মমতার সঙ্গে বৈঠকে বক্সি

এদিকে, তৃণমূলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান পদে রদবদলের পর এবার ব্লক ও টাউন স্তরে বেশ কিছু বদল হতে চলেছে।

May 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৬: মে মাসের মাঝামাঝি সময়ে জেলাস্তরে সংগঠন ঢেলে সাজানোর পর এবার নজর ব্লকস্তরে। দলীয় সূত্রে খবর, ব্লক স্তরের নতুন সভাপতি তালিকা প্রায় চূড়ান্ত। যে কোনও দিন আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে৷ তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে এই পরিবর্তন প্রক্রিয়ার মধ্যেই রাজ‌্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে একদফা আলোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। সাধারণভাবে সুব্রতবাবুর সঙ্গে মমতার বৈঠক হয় কালীঘাটের অফিসেই। কিন্তু বুধবার বক্সিবাবুকে নবান্নে ডেকে পাঠান দলনেত্রী।

নির্বাচনী প্রক্রিয়া, মনোনয়নপত্র জমা দেওয়া, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর, উপ নির্বাচনের প্রচার পর্ব, বুথে এজেন্ট দেওয়া— এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এদিকে, তৃণমূলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান পদে রদবদলের পর এবার ব্লক ও টাউন স্তরে বেশ কিছু বদল হতে চলেছে। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে ব্লক ও টাউনের সভাপতির নামের তালিকা রাজ্যস্তরে জমা পড়েছে। সেই তালিকা নিয়ে আইপ্যাকের সঙ্গে আলোচনা করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপর মমতার অনুমোদন নিয়ে তালিকা প্রকাশ করা হবে। জেলাস্তরে ছাত্র, যুব সহ শাখা সংগঠনেও রদবদল করা হবে বলেও দলীয় সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen