অবশেষে শুরু হল সেমিফাইনাল ম্যাচ

একদিকে যেমন স্বপ্নের ফর্মে রয়েছে শ্রেয়স, প্রবসীমরন, প্রিয়ান্স আর্যরা অন্যদিকে মুম্বই তেও ব্যাটে আগুন ঝরাচ্ছেন রোহিত, সূর্য, হার্দিকরা।

June 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, আপডেট ৯.৫৫:

অবশেষে ১৩৫ মিনিট পর রাত ৯.৪৫ নাগাদ শুরু হয়েছে ম্যাচ।

বৃষ্টির কারণে এখনও শুরু করা গেল না আইপিএলের সেমিফাইনাল ম্যাচ, পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। এই বৃষ্টির কারণ দেখিয়েই ইডেন থেকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই ম্যাচ।

IPL-এ এই মুহুর্তে ফাইনালের থেকেও বেশি উৎসাহ রয়েছে কোয়ালিফায়ার-২ নিয়ে। একদিকে কোয়ালিফায়ার-১ এ হেরে কোয়ালিফায়ার-২ খেলবে পঞ্জাব কিংস। অন্যদিকে ‘অরেঞ্জ ক্যাপের’ ব্যাটিং লাইন আপ কে ২০ রানে হারিয়ে কোয়ালিফায়ার-২ এ ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই। ৩২ বার আইপিএলে মুখোমুখি হয়েছে এই দুই দল যেইখানে দুজনের পরিসংখ্যান খুবই কাছাকাছি। ১৫ বার জয়ী পঞ্জাব এবং ১৭ বার জয়ী মুম্বই। সুতরাং লড়াই যে হাড্ডাহাড্ডি, তা আর বলার অপেক্ষা রাখে না।

এবারে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে এই দুই দলের পারফরম্যান্স। একদিকে লীগ টেবিলে শীর্ষে ছিল পঞ্জাব, অন্যদিকে শুরুর দিকে ম্যাচ হারতে থাকলেও জসপ্রীত বুমরাহ দলে ফিরতেই “দুনিয়া হিলিয়ে ” দিয়েছে মুম্বই। ব্যাটে হোক বা বলে দুই দলের ক্ষমতা রয়েছে যে কোনো সময় ম্যাচ ঘোরানোর। একদিকে যেমন স্বপ্নের ফর্মে রয়েছে শ্রেয়স, প্রবসীমরন, প্রিয়ান্স আর্যরা অন্যদিকে মুম্বই তেও ব্যাটে আগুন ঝরাচ্ছেন রোহিত, সূর্য, হার্দিকরা।

বোলিং লাইন আপে পঞ্জাবের অর্শদীপ, চাহাল একদিকে অন্যদিকে বুমরাহ, বোল্ট। সুতরাং, ব্যাটে হোক বা বল, আজ ৭.৩০ টা থেকে সকলের চোখ আটকে থাকবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen