কল্পনা আর বিজ্ঞানের মিশেল, কেমন হল ‘পক্ষীরাজের ডিম’-র ট্রেলার?
‘পক্ষীরাজের ডিম’ ছবিতে অনির্বাণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্যামল চক্রবর্তী। এর আগে ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ১৩ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে সৌকর্য ঘোষালের ছবি ‘পক্ষীরাজের ডিম’। কল্পনা, বিজ্ঞান অর্থাৎ কল্পবিজ্ঞান নির্ভর ছবিতে ফিরে আসছে রূপকথার কাহিনির স্বাদ। কিছুটা আভাস ইতিমধ্যেই মিলেছে ছবির ট্রেলারে। রূপকথার গল্পের ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছেন অনির্বাণ আর ঘোঁতন।
‘পক্ষীরাজের ডিম’ ছবিতে অনির্বাণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্যামল চক্রবর্তী। এর আগে ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। মনোহরের চরিত্রে নজরকাড়া অভিনয় করেছিলেন তিনি। অনির্বাণ ভট্টাচার্য ও শ্যামল চক্রবর্তীর পাশাপাশি অভিনয় করেছেন অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু।
শুক্রবার ছবির ট্রেলার প্রকাশ্যে এল। ট্রেলারজুড়ে অঙ্ক নিয়ে নানান কান্ডকারখানা বিভ্রাটের ছবি স্পষ্ট। ঘোঁতন অঙ্কে কাঁচা। তাকে অঙ্ক শেখালে নাকি আর্কিমিডিস নিজেই অঙ্ক ভুলে যাবেন! খ্যাপাটে বিজ্ঞানী বটব্যালের চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য। ঘোঁতন নাছোড়বান্দা। সে অঙ্ক নিয়ে সমস্যায় পড়লেই ছোটে স্যারের কাছে। তারপর একদিন অদ্ভুত জিনিস হাতে আসে ঘোঁতনের। ‘পক্ষীরাজের ডিম’ বলে ওঠে ঘোঁতন। সেই ডিম দিয়েই স্যারকে ঘুষ দেওয়ার কথা ভাবে সে। ঘুষ দিয়ে কি অঙ্ক শেখা যাবে? উত্তর মিলবে পর্দায়।