বিরোধীদের দাবি খারিজ! অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনে নিমরাজি কেন্দ্র?
June 3, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:০০: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, বিরোধী শিবিরের তাবড় নেতারা অপারেশন সিঁদুরের পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছিলেন। তৃণমূল সহ ইন্ডিয়া জোটের দলগুলিও সরব হয়েছিল। কিন্তু বিরোধী শিবির যতই সরব হোক, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকতে রাজি নয় মোদী সরকার। এমনই শোনা যাচ্ছে রাজধানীর অলিন্দে। নিয়ম অনুযায়ী আগামী জুলাই মাসেই সংসদে বাদল অধিবেশন শুরু হবে। সূত্রের খবর, আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে কোনও বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা নেই কেন্দ্রের।