The Netherlands: নেদারল্যান্ডসের সরকারের পতন, সমর্থন প্রত্যাহার করলেন দক্ষিণপন্থী নেতা উইল্ডার্স

June 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেদারল্যান্ডসে মাত্র এক বছরের মাথায় পতন ঘটল ক্ষমতাসীন সরকারের। কট্টর-ডানপন্থী রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স তাঁর দল PVV (Party for Freedom) সরকারের জোট থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার প্রধানমন্ত্রী ডিক স্কোফ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা করেন। একইসঙ্গে রাজা উইলেম-আলেকজান্ডারের কাছে তাঁর মন্ত্রিসভার পদত্যাগপত্রও জমা দেন তিনি।

মন্ত্রীসভার এক জরুরি বৈঠকের পর টিভিতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী স্কোফ বলেন, “এই সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন এবং অপ্রয়োজনীয়। এমনটা হওয়ার কথা ছিল না।”

কী নিয়ে সংঘাত?

সরকার পতনের কেন্দ্রে রয়েছে অভিবাসন নীতি নিয়ে তীব্র মতপার্থক্য। উইল্ডার্স তাঁর PVV দলের পক্ষ থেকে ১০টি অতিরিক্ত অভিবাসন (Immigrantion Laws) নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ দাবি করেছিলেন। এর মধ্যে ছিল আশ্রয়প্রার্থীদের (Refugee) আবেদন স্থগিত রাখা, নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ বন্ধ করা এবং পরিবার পুনর্মিলনের প্রক্রিয়া সীমিত করা।

প্রধানমন্ত্রী স্কোফ মঙ্গলবার সকালে জোটসঙ্গী দলগুলির সঙ্গে আলোচনায় বসেন, কিন্তু বৈঠক মাত্র এক মিনিটের মধ্যেই ভেঙে যায়। এরপরই উইল্ডার্স ঘোষণা করেন, “আশ্রয় পরিকল্পনায় আমাদের স্বাক্ষর নেই, তাই PVV জোট ছাড়ছে।”

ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকারগুলির মধ্যে একটি

এই জোট সরকার মাত্র এক বছরও টিকল না। গত বছরের নির্বাচনের পর চারটি দল নিয়ে গঠিত হয় এই মন্ত্রীসভা, যেখানে উইল্ডার্সের PVV ছিল মূল চালিকাশক্তি। কিন্তু অভিবাসন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় অবশেষে সরকারের পতন ঘটল।

এখন প্রশ্ন উঠছে, নেদারল্যান্ডসের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে? অল্প সময়ে নতুন নির্বাচন নাকি অন্তর্বর্তীকালীন প্রশাসন – সিদ্ধান্ত নেবেন রাজা উইলেম-আলেকজান্ডার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো।

জানা যাচ্ছে, আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই এগোচ্ছেন রাজা। আগামী নির্বাচন পর্যন্ত ডিক স্কোফকেই দেশের তত্বাবধায়ক প্রধানমন্ত্রী করে রাখারই পরিকল্পনা নিচ্ছেন রাজা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen