তাজপুর বন্দর প্রকল্প থেকে বাদ আদানি গোষ্ঠী!

প্রায় ১৫ হাজার কোটি টাকার এই বৃহৎ প্রকল্পের দায়িত্বে ছিল আদানি গোষ্ঠী। কিন্তু এখন, ছবিটা পুরো বদলে গেছে! পূর্ব মেদিনীপুরের তাজপুরে নতুন প্রযুক্তিতে এই বন্দর নির্মাণের পরিকল্পনা করেছিল বাংলার সরকার।

June 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:০০: তাজপুরে গড়ে ওঠার কথা ছিল ভারতের অন্যতম বৃহৎ গভীর সমুদ্র বন্দর। প্রায় ১৫ হাজার কোটি টাকার এই বৃহৎ প্রকল্পের দায়িত্বে ছিল আদানি গোষ্ঠী। কিন্তু এখন, ছবিটা পুরো বদলে গেছে!

পূর্ব মেদিনীপুরের তাজপুরে নতুন প্রযুক্তিতে এই বন্দর নির্মাণের পরিকল্পনা করেছিল বাংলার সরকার। পরিকাঠামো নির্মাণে বিনিয়োগের পরিমাণ ছিল আরও ১০ হাজার কোটি টাকা।

২০২২ সালের বিজয়া সম্মেলনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানির হাতে তুলে দিয়েছিলেন প্রাথমিক সম্মতির চিঠি। সেদিনই ঘোষণা করা হয়েছিল – এই বন্দর গড়ার দায়িত্ব নিচ্ছে আদানিরা।কিন্তু এবার সবকিছু বদলে গেল।

সোমবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে নেওয়া হল এক বড় সিদ্ধান্ত – তাজপুর বন্দর প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হল আদানি গোষ্ঠীকে।

কারণ কেন্দ্রীয় সরকারের নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারা। তাই বাতিল করা হয়েছে আগের সম্মতি।

এরপর নতুন করে নিলামের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সেই অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

তাজপুর বন্দর ঘিরে নতুন দিশা, নতুন আশা – কিন্তু পুরনো খেলোয়াড় এবার খেলা দেখবেন দর্শকসারিতে বসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen