পতৌদি অতীত! ভারত-ইংল্যান্ড সিরিজের ট্রফির নয়া নামকরণ কাদের নামে?

অ্যান্থনি ডে মেলো ছিলেন ভারতীয় বোর্ডের প্রথম সচিব এবং সভাপতি ছিলেন। আসন্ন সিরিজ থেকে বদলে যাচ্ছে এই ট্রফির নাম।

June 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৭: ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত, ২০ জুন শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এবার ট্রফির নাম বদলাচ্ছে বলে শোনা যাচ্ছে।

ভারত-ইংল্যান্ড সিরিজের ক্ষেত্রে ট্রফির নামকরণ হয়েছিল পতৌদির নামে। ইংল্যান্ডের মাটিতে সিরিজ হলে নাম পতৌদি ট্রফি, ভারতের দুই প্রাক্তন অধিনায়ক ইফতিকার আলি খান পতৌদি এবং মনসুর আলি খান পতৌদিকে সম্মান জানিয়ে।

ভারতের মাটিতে সিরিজ হলে ট্রফির নাম ছিল অ্যান্থনি ডি মেলো ট্রফি। অ্যান্থনি ডি মেলো ছিলেন ভারতীয় বোর্ডের প্রথম সচিব এবং সভাপতি ছিলেন।

আসন্ন সিরিজ থেকে বদলে যাচ্ছে এই ট্রফির নাম। ইংল্যান্ডের মাটিতে এই পাঁচ ম্যাচের সিরিজের ট্রফির নাম হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। দুই দেশের দুই তারকাকে সম্মান জানিয়ে ট্রফির নামকরণ করা হতে পারে বলে দাবি করেছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম।

উল্লেখ্য, ২০০৭ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম হয়েছিল পতৌদি ট্রফি। দুই দেশের মধ্যে টেস্টের ৭৫তম বছর উদযাপিত হচ্ছিল। এবার সেই নাম বদলে যাচ্ছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিছুদিন আগেই পতৌদি পরিবারকে চিঠি দিয়ে জানায়, তারা নতুন ট্রফি নিয়ে আসতে চায়। বিসিসিআইকেও বিষয়টি জানানো হয়।

দু’দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে ট্রফির নাম রাখার প্রস্তাব দেয় ইসিবি। দুই দেশের হয়ে এই দুই ক্রিকেটার সব থেকে বেশি টেস্ট খেলেছেন। প্রস্তাবের বিরোধিতা করেনি বিসিসিআই।

তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাবে টাইগার পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর বলেন, “যদি ভারতীয় ক্রিকেট বোর্ড পতৌদির অবদান মনে রাখতে না চায়, তা হলে সেটা তাদের সিদ্ধান্ত।” ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের মতও ছিল তাই।

এই বিতর্কের পরেই নাম বদল করা হবে না বলে জানা গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, আসন্ন সিরিজ থেকেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম পাল্টে ফেলা হচ্ছে। ১১ জুন লর্ডসেবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় এই ট্রফি উন্মোচন করবেন সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন।

প্রথমবার এই ট্রফি শুভমন জিতবেন না-কি বেন স্টোকস, এর জন্য অপেক্ষা করতে হবে পাঁচ ম্যাচের সিরিজের ফলাফলের জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen