রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক সমীরকুমার জানা

September 22, 2020 | < 1 min read

ফের তৃণমূলের অন্দরে করোনার থাবা। আরও এক তৃণমূল বিধায়ক করোনায় আক্রান্ত হলেন। পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানার লালা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সত্তরোর্ধ বিধায়কের পরিবারের লোকজন ও তাঁর সংস্পর্শে আসা গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সকলের রাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। বেশিরভাগেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর আসানসোল পুরনিগমের মেয়র তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য দপ্তরও জানায়, মেয়রের কোন উপসর্গ নেই। তাই তিনি হোম আইসোলেশনে থাকবেন। সেখানেই চিকিৎসক তার চিকিৎসা করবেন। চিকিৎসকের পরামর্শ মতো তিনি ঘরে থেকেই যাবতীয় কাজ করবেন।

তার ঠিক দুদিন আগে উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের লালা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। তার আগেও রাজ্যের শাসকদলের বেশ কয়েকজন বিধায়ক করোনায় আক্রান্ত হন। করোনার থাবায় মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ও সমরেশ দাসের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid-19

আরো দেখুন