চেনাব ব্রিজকে মোদী নিজের সাফল্য বলে দাবি করছেন, ইতিহাস বলছে প্রকল্পের সূচনা হয়েছিল রেলমন্ত্রী মমতার হাত ধরে
তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার কাশ্মীর ভ্যালিতে ঢোকে রেল।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: শুক্রবার বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে শ্রীনগর-কাটরা রেলপথেরও উদ্বোধন করেন মোদী। যে লাইন দিয়ে ছুটবে বন্দে ভারত।
চেনাব রেলব্রিজ হল বিশ্বের উচ্চতম আর্চ ব্রিজ। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজটি। রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পও স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি এই ব্রিজকে টলাতে পারবে না। এমনকি বড়সড় কোনও বিস্ফোরণে ক্ষতির সম্ভাবনাও নেই।
এর পর থেকেই একটি বিতর্ক শুরু হয়েছে, এই রেল ব্রিজটি প্রকৃত অর্থে কোন আমলে তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, এদিনই ২০০৯ সালের রেল বাজেট এবং ২০১০ সালের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কিছু অংশ (সংসদের রেকর্ড ২০০৯/১০) নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই প্রকল্পটি সেই রূপায়িত হয়েছিল, কত অর্থ বরাদ্দ হয়েছিল।
জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা স্থানীয় নাম চিনাব নদীর উপর তৈরি হয়েছে চেনাব ব্রিজ। তার উপর দিয়ে চলা রেলপথের মাধ্যমে সরাসরি জুড়ে গিয়েছে শ্রীনগর এবং কাটরা। নতুন লাইনে ছুটছে একজোড়া বন্দে ভারত এক্সপ্রেস। ফলে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছনো যাচ্ছে শ্রীনগর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে নিকটবর্তী কাটরা স্টেশন। শুক্রবার, নরেন্দ্র মোদি উদ্বোধন করেন এই উধমপুর-কাটরা-শ্রীনগর-বারামুলা রেলপথ প্রকল্প। যেটা তিনি উদ্বোধন করেন সেটি কাটরা-কাজিগুন্ড বিভাগের অংশ। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯-র বাজেট বক্তৃতায় এই কাটরা-কাজিগুন্ড বিভাগের পর্যালোচনা কাজ শুরুর কথা ঘোষণা করেন। জানান, শীঘ্রই অনন্তনাগ-কাজিগুন্ড অংশটি উদ্বোধন হবে।
তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার কাশ্মীর ভ্যালিতে ঢোকে রেল। সেই সময় উদ্বোধন হয় অনন্তনাগ-কাজিগন্ড অংশ। তৎকালীন রেলমন্ত্রী মমতার হাত ধরেই এই প্রকল্প নতুন পথ পায়। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। যেখানে অনন্তনাগ থেকে কাজীগুন্ড পর্যন্ত রেলপ্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সোনীয় গান্ধী, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই পথ ধরেই শুক্রবার চেনাব ব্রিজ নির্মাণ ও উদ্বোধন হল। সুতরাং যে ভাবে মোদী এটিকে নিজের সাফল্য বলে ঢাক বাজাচ্ছেন, ইতিহাসের পাতা উল্টে দেখলে জানা যাবে এই পুরো সূচনাই হয়েছিল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।