মোদী আমলে ১ লক্ষ কৃষকের আত্মহত্যা! কৃষকবিরোধী BJP সরকারের পর্দা ফাঁস তৃণমূলের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: এগারো বছর ধরে কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকার। কৃষকদের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিলেও, তৃণমূলের অভিযোগ একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি মোদী সরকার।
ফসলের কোনও নূন্যতম সহায়ক মূল্য নেই, কৃষকের আয় দ্বিগুণ হয়নি, কৃষি ঋণ বৃদ্ধি পেয়েছে, উল্টোদিকে আইনের মাধ্যমে দেশের গরীব কৃষকদের ওপর শুধু করের বোঝা চাপিয়েছে বিজেপি সরকার। সমাজ মাধ্যমে এই মর্মে পোস্টও করা হয়েছে তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে।
তৃণমূলের অভিযোগ অনুযায়ী মোদী আমলে কীভাবে ধ্বংসের মুখে চলে গেল দেশের কৃষি ব্যবস্থা?
২০১৪-২০২২ সালের মধ্যে এক লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন।
কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পূরণ হয়নি।
ন্যূনতম সহায়ক মূল্যের কোনও আইনি নিশ্চয়তা নেই।
বিতর্কিত কৃষক বিল নিয়ে প্রতিবাদ করতে গিয়ে ৭০০-র বেশি কৃষক প্রাণ হারিয়েছেন।
২০১৫-১৬ অর্থবর্ষে কৃষি ঋণ ছিল ১২ লক্ষ কোটি, যা ২০২০-২১অর্থবর্ষে বেড়ে হয়েছে ১৮.৪ লক্ষ কোটি টাকা, অর্থাৎ কৃষি ৫৩% বৃদ্ধি পেয়েছে।
ঋণের জালে আটকে পড়া কৃষকের সংখ্যা এই সময়ে ৬.৯ কোটি থেকে বেড়ে ১০ কোটিরও বেশি হয়েছে।
এক একটি কৃষি পরিবারের গড়ে বার্ষিক আয়ের ৬০% ঋণ রয়েছে।
কৃষিক্ষেত্রে গড়ে জমির পরিমাণ ৩১% হ্রাস পেয়েছে, যা ২০১৬-১৭ সালে ১.০৮ হেক্টর থেকে ২০২১-২২ সালে মাত্র ০.৭৪ হেক্টরে নেমে এসেছে।
৫৬ শতাংশেরও বেশি কৃষি পরিবার এখন তিন বা ততোধিক আয়ের উৎসের উপর নির্ভরশীল, কারণ চাষাবাদ থেকে তাদের আয় কমছে।
প্রতিবাদে দেশজুড়ে কৃষকরা আন্দোলন করেছেন। গত মার্চে পঞ্জাব এবং হরিয়ানার সংযোগস্থল, শম্ভু ও খানাউরি সীমানায় কৃষকদের আন্দোলন ঘিরে নতুন করে উত্তেজনাও তৈরি হয়েছিল। মাঝরাতে বুলডোজার চালিয়ে আন্দোলনরত কৃষকদের অস্থায়ী শিবির ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া কৃষকদের গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, কৃষকদের সঙ্গে বর্বরোচিত আচরণ করছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, বিজেপি কেবল কৃষক-বিরোধী নয়, ওরা গ্রামীণ ভারতের শত্রু।
অন্যদিকে, সদ্য ভোটমুখী বিহারে সভা করতে গিয়ে মোদী, সে রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দিয়েছেন। উল্লেখ্য, বিহারে চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হবে। কিন্তু বাংলার কৃষকেরা মোদী সরকারের লাগাতার বঞ্চনার স্বীকার। নির্বাচনের আগে বঙ্গে প্রচারে এসে বিজেপি নেতারা শর্ত রাখেন ভোট দিলে কেন্দ্রের প্রকল্পের সুবিধা মিলবে।