ডবল ইঞ্জিন দিল্লিতে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার শিশুকন্যার দেহ

June 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতিকী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:০০: শনিবার রাতে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার নয় বছরের শিশুকন্যার বিবস্ত্র দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই শিশুকন্যা। দীর্ঘক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় তাকে খুঁজতে যায় তার বাবা। স্থানীয় এক মহিলা জানান, শিশুকন্যাটিকে স্থানীয় এক আবাসনে যেতে দেখেছেন ওই মহিলা। তারপরই ওই আবাসনে মেয়ের খুঁজে যান বাবা।
তিনতলার একটি ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখেন তিনি। সেই দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি দেখেন, সুটকেসের মধ্যে বিবস্ত্র অবস্থায় শোয়নো রয়েছে তার মেয়ে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারপর জগ প্রবেশচন্দ্র হাসপাতালে পৌঁছয় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। জানা গিয়েছে, শিশুটির মুখে কালো আঘাতের দাগ ছিল। পুলিশের অনুমান, শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় ও পকসো আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen