বাংলার আমের দিল্লিবিজয়, মালদহের হিমসাগর, আম্রপালি, তোতাপুরীতে মজেছে রাজধানী

June 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
আম

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: দিল্লির আম মেলায় বাংলার আমের জয়জয়াকার। হিমসাগর, ল্যাংড়া, তোতাপুরী, আম্রপালি, গোপালভোগ, মল্লিকা, ফজলি, লক্ষ্মণভোগ, অমৃতভোগ, কিশান ভোগ-সহ ১৫ প্রজাতির আমের মেলা বসেছে দিল্লিতে। সেখানে ভিড় জমাচ্ছেন বহু আমপ্রেমী। ৫ জুন থেকে দক্ষিণ দিল্লী কালীবাড়ি প্রাঙ্গণের প্রণব মুখোপাধ্যায়ের সভাগৃহে আম মেলা বসেছে। আগামী ১১ জুন পর্যন্ত তা চলবে।

বাংলার উদ্যান পালন বিভাগ মেলাটির আয়োজন করেছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিকিকিনি চলছে। মেলায় ঢুকতে কোনও প্রবেশমূল্য দিতে হচ্ছে না। প্রাকৃতিক উপায়ে পাকানো আমের পসরা সাজিয়ে বসেছেন ক্রেতারা। বাংলার বিখ্যাত হিমসাগর, ল্যাংড়া, তোতাপুরী, আম্রপালি, গোপালভোগ, মল্লিকা, ফজলি, লক্ষ্মণ ভোগ, অমৃত ভোগ, কিশান ভোগ-সহ ১৫ প্রজাতির আম মেলায় অংশ নিয়েছে। আমসত্ত্ব এবং আমের আচারও পাওয়া যাচ্ছে মেলায়। মেলার বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আলফানসো আম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen