রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় চালু হচ্ছে পিএম কিষান ও আয়ুষ্মান ভারত প্রকল্প

September 22, 2020 | < 1 min read

এর আগে বিভিন্ন সভায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে প্রধানমন্ত্রী কিষান যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় গ্রহণ করতে অস্বীকার করেছে রাজ্য সরকার।

এবার এই দুই প্রকল্প বাংলায় বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রীয় কৃষি ও স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দোপাধ্যায়।

তিনি চিঠিতে এও লিখেছেন যে এই দুই প্রকল্পের অনেক আগে থেকেই বাংলায় সরকার কৃষক বন্ধু এবং স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে। যেখানে কৃষকবন্ধু প্রকল্পে সরকারের পক্ষ থেকে চাষীকে চাষ করার জন্যে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হয় এবং তাঁদের আকস্মিক মৃত্যুতে পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। ৭৫ লক্ষ কৃষককে ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। আর স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্যবাসীকে সরকার সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ভর্তুকি দিচ্ছে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ayushman Bharat, #PM Kisan Samman Nidhi Scheme, #West Bengal

আরো দেখুন