ICC হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত করা হলো এমএস ধোনিকে

June 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মহেন্দ্র সিং ধোনি (ছবি সৌজন্যে: ICC)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ২০২৫ সালে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে ICC হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সম্মাননা তাঁর ১৪ বছরের একটি দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতি, যেখানে ধোনি ব্যক্তিগতভাবে এবং ভারতীয় দলের সাথে বেশ কয়েকটি শীর্ষ সম্মান জিতেছেন।

ধোনিই একমাত্র অধিনায়ক যিনি তিনটি ICC সিনিয়র সাদা বলের ট্রফি জিতেছেন – ৫০ ওভারের বিশ্বকাপ (ICC Cricket World Cup), টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) এবং চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। ২০০০ সালের শেষের দিকে ভারত যখন ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল তখনও তিনি অধিনায়ক ছিলেন।

ধোনি ৩৫০টি ওয়ান-ডে আন্তর্জাতিক (ODI) খেলে ১০,৭৭৩ রান করেছেন, যা তার সব থেকে সফল ফর্ম্যাট ছিল। ২০০৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৯০টি টেস্ট ম্যাচ (Test cricket) এবং ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকও (T20I) খেলেছেন।

সব মিলিয়ে, বিভিন্ন ফর্ম্যাটে তিনি ১৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করেছেন, ১৬টি সেঞ্চুরি করেছেন এবং উইকেটরক্ষক (wicketkeeper) হিসেবে ৮২৯টি শিকার করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen