দীঘায় জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষ্যে বিশেষ আয়োজন

এবছর রথযাত্রা পড়েছে ২৭ জুন। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নানযাত্রা যা আগামীকাল (১১ জুন) অনুষ্ঠিত হবে।

June 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৬: প্রতিবারের তুলনায় এবছরের রথযাত্রাটা একটু অন্যরকম। কারণ এবার বাংলায় নতুন রথের মন্দির হয়েছে দীঘায়। তাই এবার বাংলায় বেশ জাঁকজমকভাবেই পালন হবে রথযাত্রা। এবছর রথযাত্রা পড়েছে ২৭ জুন। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নানযাত্রা যা আগামীকাল (১১ জুন) অনুষ্ঠিত হবে। হিসেবমতন এদিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন।

আগামীকাল সকাল ৯টায় নিয়ম মেনে শুরু হবে পাহাণ্ডি বিজয় উৎসব। এরপর বেলা ঠিক ১১টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা। দীঘার মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে একটি মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানে ভক্তদের সামনেই হবে স্নানযাত্রা অনুষ্ঠান। এরপর দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গজবেশ দর্শন করতে পারবেন ভক্তরা।

পরেরদিন অর্থাৎ ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ। ২৬ তারিখ থেকে ফের শুরু হবে জগন্নাথ দর্শন।

এইসময়ে ওড়িশার ভিড়ের ছবিটা নতুন নয়, তবে এবার একই ছবি দেখা যাবে দীঘার সমুদ্র সৈকতেও। সূত্রের খবর, এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দীঘায় রথের সূচনা হবে। সেই উৎসবকে সুষ্ঠুভাবে পালন করতে এখন থেকেই দিঘার মন্দিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রীতি মেনেই বিশেষ আয়োজন শুরু করেছে মন্দির ট্রাস্ট।

২৬ জুন (বৃহস্পতিবার): জগন্নাথদেবের নবযৌবন ও নেত্র উৎসব। মাঝের এই ১৫ দিন জগন্নাথ দর্শন বন্ধ। ভক্তরা পুজো দিলেও ভগবান দর্শন করতে পারবেন না। কথিত আছে, ১০৮ ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর ঠান্ডা করেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। ঠিক তারপরেই প্রবল জ্বরে আক্রান্ত হন প্রভু জগন্নাথ। তাই তাঁকে বিশ্রামে বা লোকচক্ষুর আড়ালে রাখে হয়।

২৭ জুন (শুক্রবার): আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ায় হবে রথযাত্রা (Ratha Yatra)। ওইদিন রথে চড়ে ‘মাসির বাড়ি’ যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দীঘা থানার পাশে একটি পুরনো মন্দির রয়েছে, সেটিই জগন্নাথদেবের ‘মাসির বাড়ি’। পরবর্তী ৭ দিন রথ থাকবে সেই পুরনো মন্দিরে। সেখান থেকে চলবে মহাপ্রসাদ বিতরণ।

রাজ্যবাসীর নামে সংকল্প করে সোমবার ৩০০ কেজি খোয়া ক্ষীরের মহাপ্রসাদ, পিতলের থালায় করে নিবেদন করা হয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে। এরপর ‘রেফ্রিজারেটেড ভ্যানে’ সেই প্রসাদ পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট গন্তব্যে। জেলাশাসকদের মাধ্যমে বিডিওদের কাছে পৌঁছে যাবে ওই মহাপ্রসাদ। সেখান থেকে ব্লকের মিষ্টি দোকানে ওই প্রসাদ থেকে মিষ্টি তৈরি হবে এবং সব বাড়ি বাড়ি যাবে। ১৭ জুন থেকে ২৭ জুনের মধ্যে বিভিন্ন জেলায় এই মহাপ্রসাদ বিলি সেরে ফেলার কথা। দায়িত্বে আছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।

রথের দিন দীঘায় (Digha) বিপুল জনসমাগম হবে, তাই এখন থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন। এরপর রথযাত্রার ন’দিনের মাথায় ৫ জুলাই উল্টোরথের দিনও নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen