লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনের দাবিতে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:৩০: টানা দুই বার অর্থাৎ সপ্তদশ ও অষ্টাদশ লোকসভার ডেপুটি স্পিকার পদটি শূন্য পড়ে রয়েছে। নতুন লোকসভা তৈরি হওয়ার পর বছর ঘুরে গেলেও এখনও ডেপুটি স্পিকার নির্বাচন করেনি মোদী সরকার। এবার অবিলম্বে লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি জানিয়ে মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। দেশের আর এক বিরোধী দল তৃণমূল কংগ্রেসও দীর্ঘদিন ধরে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য দাবি জানিয়ে চলেছে। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদ একই দাবিতে চাপ বাড়িয়েছিল। যদিও দাবি পূরণ করেনি মোদী সরকার।
রাজ্যসভার বিরোধী দলনেতা অবিলম্বে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে খাড়গে লিখেছেন, “স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম টানা দু-বার লোকসভার ডেপুটি স্পিকার পদটি শূন্য রয়েছে। ১৭ তম লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নির্বাচিত হননি। এই উদ্বেগজনক উদাহরণ বর্তমান ১৮ তম লোকসভাতেও অব্যাহত রয়েছে। এটি ভারতের সংসদীয় গণতান্ত্র জন্য ভাল লক্ষণ নয় এবং সংবিধানের নীতি লঙ্ঘন করে। সংসদের সম্মানিত ঐতিহ্য এবং সংসদের গণতান্ত্রিক মূল্যবোধের কথা মাথায় রেখে, আমি আপনাকে (মোদী) অনুরোধ করছি যেকোনও বিলম্ব ছাড়াই লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন।”
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের নির্বাচনের বিধি রয়েছে। সাংবিধানিকভাবে ডেপুটি স্পিকার হলেন স্পিকারের পর সংসদের দ্বিতীয় সর্বোচ্চ সভাপতিত্বকারী। সংসদের নিরপেক্ষতা বজায় রাখতে ডেপুটি স্পিকার পদটি বরাবরই বিরোধিদের জন্য ছাড়া হয়। কোনও সাংবিধানিক বাধ্যবাধকতা না-থাকলেও, এটাই হয়ে আসছে। কিন্তু শেষ দুবার মোদী সরকার ওই পদে নির্বাচনই করায়নি। শেষবার ১৬ তম লোকসভায় ডেপুটি স্পিকার হিসেবে এআইডিএমকে-র তদানিন্তন সাংসদ থাম্বিদুরাইকে দেখা গিয়েছিল। ১৭ তম লোকসভা ও ১৮তম লোকসভাতে ডেপুটি স্পিকারের পদটি খালিই পড়ে রয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বার বার ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের দেওয়ার জন্য দাবি করা হলেও অনড় মোদী সরকার।