সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET-UG 2025 –এর ফল প্রকাশিত, বাংলার ছাত্র-ছাত্রীরা কেমন ফল করল?

তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের মেধাতালিকার সাত নম্বরে আছে দেবার্ঘ্য নাগের নাম। তাঁর সার্বিক র‍্যাঙ্ক ২৪৭। পার্সেন্টাইল ৯৯.৯৮৮৪১২৭।

June 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৬:০০: মেডিক্যালের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিক নিট ইউজি (NEET-UG) বা ন্যাশানাল এলিজিবিটিলিটি কাম এন্ট্রাস টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। মে মাসে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা শেষের মাত্র এক মাস ১০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ২০ মধ্যে বাংলার দুই পড়ুয়া স্থান পয়েছে।

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (জেইই) পরীক্ষায় যেখানে বাংলার মেয়ের দাপট দেখা গিয়েছিল, সেখানে মেডিক্যাল প্রবেশিকায় প্রথম ১০০-র মধ্যে পশ্চিমবঙ্গের একজন ছাত্রীও নেই। এমনকী মেয়েদের যে আলাদা করে সেরা ২০-র তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও পশ্চিমবঙ্গের কারও ঠাঁই হয়নি। তথ্য অনুযায়ী, নিট পরীক্ষার প্রথম ১১২টি র্যাথঙ্কের মধ্যে বাংলার কোনও ছাত্রী নেই।

তবে সার্বিকভাবে পাশের হারে নিরিখে গতবারের থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় এবার পশ্চিমবঙ্গের ফলাফল ভালো হয়েছে। ২০২৪ সালে নিটের জন্য নাম নথিভুক্ত করেছিলেন মোট ১,২০,০৭০ জন। শেষপর্যন্ত ১,১৬,১০৪ জন পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন ৬৩,২৫১। যা শতাংশের নিরিখে ছিল ৫৪.৪৭।

এবার সেখানে শতাংশের বিচারে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার ৫৫.৩২-তে ঠেকেছে। ২০২৫ সালে পরীক্ষার জন্য মোট ১,১০,৩৯৯ জন নাম নথিভুক্ত করেন। পরীক্ষা দেন ১,০৬,৬৭৫। আর ৫৯,০১৮ জন উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ দেশ ও বিদেশের গড় পারফরম্যান্সের নিরিখে পিছিয়ে আছে পশ্চিমবঙ্গে। সার্বিকভাবে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার হল ৫৫.৯৬ শতাংশ। যা গতবার ৫৬.৩৯ শতাংশের মতো ছিল।

NEET পরীক্ষায় পশ্চিমবঙ্গের টপারদের তালিকা

  • ১) রচিত সিনহা চৌধুরী, সার্বিক র‍্যাঙ্ক ১৬, পার্সেন্টাইল ৯৯.৯৯৯১৮৫৩
  • ২) রূপায়ন পাল, সার্বিক র‍্যাঙ্ক ২০, পার্সেন্টাইল ৯৯.৯৯৯০৪৯৫
  • ৩) অনীক ঘোষ, সার্বিক র‍্যাঙ্ক ৬৭, পার্সেন্টাইল ৯৯.৯৯৬৮৩১৬

আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের মেধাতালিকায় দ্বিতীয় স্থানে আছেন অনীক। তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের মেধাতালিকায় দ্বিতীয় স্থানে আছেন নীহার হালদার। তাঁর সার্বিক র‍্যাঙ্ক ১১০। পার্সেন্টাইল ৯৯.৯৯৪৯৩০৬। আবার তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের মেধাতালিকার সাত নম্বরে আছে দেবার্ঘ্য নাগের নাম। তাঁর সার্বিক র‍্যাঙ্ক ২৪৭। পার্সেন্টাইল ৯৯.৯৮৮৪১২৭।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen