অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভর্তি করা হয়েছে হাসপাতালে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: হাসপাতালে ভর্তি করা হল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly)। শনিবার রাতে আচমকা় অসহ্য পেটে ব্যথা এবং বমি হতে শুরু করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতির। এরপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল আলিপুরের এক বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, শনিবার হঠাৎ বমি ও ভীষণ পেটে ব্যথা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওই অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ। মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে। সার্জারি বিভাগের চিকিৎসকও দেখছেন। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, পেটে প্রবল যন্ত্রণা হচ্ছিল ওনার। বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছেন। যা যা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন তা ইতিমধ্যেই শুরু করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিতবাবু।
সূত্রের খবর, অভিজিৎবাবুর এই মুহূর্তে বয়স ৬২ বছর। বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া অতিরিক্ত গরম আবহাওয়ার জেরে গত কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ঘনিষ্ঠ মহলের মতে, খাদ্য সংক্রান্ত সমস্যা থেকে তাঁর পেটে ব্যথা এবং বমি হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার আগে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে চাইছেন না চিকিৎসকরা। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।