BYE ELECTIONS : বাংলা মডেলকেই হাতিয়ার করেই কেরলে দলীয় প্রর্থীর প্রচারে TMC
কেরলে আসন্ন উপনির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। নীলাম্বুর কেন্দ্রে উপ-ভোটে লড়ছেন তৃণমূলে যোগ দেওয়া নীলাম্বুরের প্রাক্তন বিধায়ক পিভি আনভার। আজ, রবিবার তাঁর হয়ে প্রচার করতে কেরলে যাচ্ছেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩০: কেরলে আসন্ন উপনির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। নীলাম্বুর কেন্দ্রে উপ-ভোটে লড়ছেন তৃণমূলে যোগ দেওয়া নীলাম্বুরের প্রাক্তন বিধায়ক পিভি আনভার। আজ, রবিবার তাঁর হয়ে প্রচার করতে কেরলে যাচ্ছেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান।
কলকাতা থেকে বিমানে কেরল পৌঁছে পিভি আনভারকে সঙ্গে নিয়ে নীলাম্বুর কেন্দ্রে প্রচার চালাবেন সাংসদ। বাংলা মডেলকেই হাতিয়ার করা হবে প্রচারে। আনভারের জয় নিয়ে আশাবাদী তৃণমূল। প্রচারে ঝড় তুলতে বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার তথা সাংসদ ইউসুফকেই কেরলে পাঠাচ্ছে ঘাসফুল শিবির।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে পিভি আনভার তৃণমূল যোগ দেন। পিভি আনভার সিপিএমেই ছিলেন, বিধায়কও হন। বিজয়ন সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর নীলাম্বুর কেন্দ্র থেকে নির্দল হিসেবে ভোটে লড়ে জেতেন তিনি। কেরলের বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে প্রায় এক বছর আগে তৃণমূলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন পিভি আনভার। গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নেন আনভার। তারপর দলের সংগঠন বিস্তারে আহ্বায়ক পদে বসানো হয় তাঁকেই। এবার কেরল উপনির্বাচনে তাঁকেই লড়াইয়ের ময়দানে নামিয়েছে তৃণমূল।