গম্ভীরের অনুপস্থিতিতে Team India -র অস্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল লক্ষ্মণকে
গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের জাতীয় ক্রিকেট দলের অস্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল ভিভিএস লক্ষ্মণকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫১: ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের মাত্র কয়েকদিন তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরকে। তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই দেশে ফিরে আসেন তিনি। গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের জাতীয় ক্রিকেট দলের অস্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল ভিভিএস লক্ষ্মণকে। ইংল্যান্ড সফরের প্রস্তুতির সময় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
টিম ইন্ডিয়া ইংল্যান্ডে পৌঁছেগিয়েছে অনেক দিন হয়ে গেল। এবং বর্তমানে ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলছেন শুভমন গিলরা। ভিভিএস লক্ষ্মণ ইতিমধ্যেই ইংল্যান্ডেই রয়েছেন এবং রিপোর্ট অনুসারে, গম্ভীর ইংল্যান্ডে ফিরে না আসা পর্যন্ত তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রসঙ্গত, ভিভিএস লক্ষ্মণ ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের প্রধান কোচ হিসেবেও তাঁর দায়িত্ব ভালো ভাবে পালন করেছেন।
রবিবার অন্তর্দলীয় ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের লিডসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। জানা গিয়েছে, ১৭ জুন, লিডসের হেডিংলিতে প্রথম টেস্টের মাত্র তিন দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। আর এই ক’টা দিন লক্ষ্মণের অধীনে অনুশীলন করবেন শুভমান গিলরা।