রথে লাখ-লাখ পুণ্যার্থী ভিড় জমাতে পারেন দীঘায়, নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

দীঘায় মন্দিরের কাছে রাস্তার দুপাশে অযথা ভিড় বাড়াতে নিষেধ করবেন। যারা যেতে চাইছেন যান, কিন্তু একসঙ্গে একইদিনে নয়।

June 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২০:৫৫: ২৭ জুন রথযাত্রা। দীঘা জগন্নাথ মন্দিরের রথের চাকা প্রথমবারের মত গড়াবে। আর তাতে যে অতিরিক্ত ভিড় হবে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনিক আধিকারিকরা। লাখ-লাখ পুণ্যার্থী ভিড় জমাতে পারেন সৈকত নগরীতে। থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তাঁর নির্দেশে রথযাত্রার ভিড় সামলাতে আগেভাগেই সতর্ক প্রশাসন।

সোমবার বিধানসভায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে দীঘার রথযাত্রা নিয়ে আলোচনা হয়। রথের দিন দীঘায় (Digha) বিপুল ভিড় হবে মনে করেই নিরাপত্তা নিয়ে জোর দেওয়ার কথা বলেন তিনি। মন্ত্রী-বিধায়কদের মুখ্যমন্ত্রীর পরামর্শ, এলাকায় মানুষকে বলবেন, ভিড় এড়িয়ে সাবধানে যেতে। দীঘায় মন্দিরের কাছে রাস্তার দুপাশে অযথা ভিড় বাড়াতে নিষেধ করবেন। যারা যেতে চাইছেন যান, কিন্তু একসঙ্গে একইদিনে নয়। সাবধানে ধীরে ধীরে যান। জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দিরের রাস্তায় দুপাশে ব্যারিকেড থাকবে। সেই ব্যারিকেডের ভিতরেই পুণ্যার্থীরা থাকবেন। কিন্তু সকলে যাতে রথের দড়ি ছুঁতে পারে সেই ব্যবস্থা করবে প্রশাসন। রথের দিন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রীদের মধ্যে থাকতে পারেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তীরা। আবার উলটো রথে দিঘা যেতে পারেন মন্ত্রী, বিধায়কদের একটা বড় অংশ। সবমিলিয়ে এবার রথে সাজ-সাজ রব দিঘায়।

স্নানযাত্রা উপলক্ষে জনজোয়ার দেখেছে সৈকতনগরী। আর সেই সুযোগে মাথাচারা দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী। হোটেল থেকে টোটো ভাড়া আকাশ ছুঁয়েছিল। রথযাত্রায় (Rath Yatra 2025) সেই পরিস্থিতি যাতে না হয়, তার জন্য আগেভাগেই সতর্ক জেলা প্রশাসন। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে টোটো ভাড়া-সহ একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেন বিধায়ক অখিল গিরি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)-সহ প্রশাসনিক কর্তারা। সেখানে বলা হয়েছিল, তিনদিনের মধ্যে আরটিও এবং দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে নতুন ভাড়ার তালিকা জমা করতে হবে। টোটার সামনে সেই তালিকা টাঙাতে হবে। ১৫ দিনের মধ্যে জানাতে হবে কত টোটো চলাচল করছে। প্রতিটি টোটোর বৈধ কাগজপত্র জমা করতে হবে। একদিন পর পর কোন রুটে কোন টোটো চলবে সেই তালিকাও পুলিশকে দেওয়ার কথা বলা হয়েছে। অযথা যাতে কোনও একটি রুটে যানজট না হয়, তাই একদিন অন্তর এক-একটি রুটে ভিন্ন ভিন্ন টোটো চালানোর কথা বলা হয়েছে।

এ দিকে রবিবার থেকেই দীঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir) থেকে ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয়েছে। স্নানযাত্রার পর থেকে মন্দিরে আসা ভক্তদের খিচুড়ি ও মিষ্টি প্রসাদ বিতরণ করা হচ্ছে। মাটির হাঁড়িতে খিচুড়ি ও মিষ্টি প্রসাদ ১০০ টাকার বিনিময়ে কিনতে পারবেন ভক্তরা। রথ যাত্রার সময়েও এ ভাবেই জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে প্রসাদ কিনতে পারবেন ভক্তরা। এ দিকে স্নানযাত্রার পর থেকেই নিভৃতবাসে রয়েছেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। ১০৮ কলসি জলে স্নান করে জ্বর এসেছে তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen