যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেল Air India-র একটি আন্তর্জাতিক উড়ান

June 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:১০: মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি আন্তর্জাতিক উড়ান। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

বিমানটি সোমবার মাঝরাতে নির্ধারিত সময় অনুযায়ী রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে। এরপর টেক অফের প্রস্তুতির মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পরও সমস্যা মেটানো যায়নি। অবশেষে ভোরবেলা বিমানে ঘোষণা করা হয় যাত্রীদের নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প বিমানে বাকি যাত্রীদের সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বই পৌঁছনোর কথা।

এয়ার ইন্ডিয়ার সানফ্রান্সিসকো- মুম্বই ভায়া কলকাতা বিমানটি বোয়িং ৭৭৭- ২০০ এলআর টুইন ইঞ্জিন জেট (BOEING 777-200LR (twin-jet) (B77L)। বিমানের ক্যাপ্টেন যাত্রীদের জানান, “ফ্লাইট সেফটির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen