Gang-Rape : ওড়িশার গোপালপুরে রাজা উৎসবে গণধর্ষণের শিকার ছাত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৬: মহিলা এবং পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ ওড়িশার ( Odisha) মোহন চরণ মাঝির বিজেপি (BJP) সরকার? জোরালো হচ্ছে এই প্রশ্ন। কারণ, ওড়িশার গোপালপুর সমুদ্র সৈকতে (Gopalpur beach) ২০ বছরের এক ছাত্রীকে জোর করে ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে ১০ জন ব্যক্তি, এমনি গুরুত্বর অভিযোগ সামনে এসেছে। রবিবার রাতে এক বেসরকারি কলেজের ছাত্রী (২০ বছর) তাঁর পুরুষ সঙ্গী ও তিন বান্ধবীর সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল।
ওড়িশার বিখ্যাত তিন দিনের রাজা উৎসবে উপভোগ করতেই সহপাঠীদের সঙ্গে ওই ছাত্রী বন্ধুদের সঙ্গে গোপালপুর সমুদ্র সৈকতে গিয়েছিল। গোপালপুর থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, পুরুষ সঙ্গীকে বেঁধে রেখে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। অভিযোগ অনুযায়ী, রবিবার সন্ধ্যায় সেই ছাত্রী এবং তার বন্ধু সমুদ্র সৈকতে একটি নির্জন জায়গায় বসে ছিলেন, যখন তিনটি মোটরসাইকেলে করে প্রায় ১০ জন এসে পৌঁছায়।
অভিযোগ, ওই দলটি দুজনের ছবি তুলতে শুরু করে এবং অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এরপর তারা ওই ব্যক্তিকে আক্রমণ করে, তার হাত বেঁধে মহিলাকে টেনে কাছের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা পালাক্রমে সেই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
সেই ছাত্রী পড়াশোনার জন্য মেসে থাকেন বলে জানা গিয়েছে। নিপিড়িত ছাত্রী এবং সকল সন্দেহভাজনের মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। নিপিড়িত ছাত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত এই ধর্ষণ কাণ্ডে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশী চলছে।
গোপালপুর সমুদ্র সৈকতের মত পর্যটন কেন্দ্রে পযটকের গণধর্ষণ কাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে ওডিশার বিজেপি সরকার।