বসিরহাটে ভর সন্ধ্যায় খুন তৃণমূল কর্মী

June 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৬: সোমবার (১৬ জুন, ২০২৫) ঘটনাটি হয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বসিরহাট (Basirhat) থানার অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারে। মৃত যুবকের নাম আনার হোসেন গাজি , বয়স ২৫।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যেবেলায় একটি চা-এর দোকানের সামনে বাইকের উপর বসে চা-এর কাপে চুমুক দিয়েছিলেন ওই যুবক। সেই সময় ৫ থেকে ৬ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়া হয় ওই যুবককে। এরপর দ্রুত ওই যুবককে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় তিন রাউন্ড গুলি চলেছে। কেউ কিছু কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। জনবহুল বাজারে এই নৃশংস খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। জানা গেছে ওই যুবক পেশায় ব্যবসায়ী এবং একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী (TMC worker)। কী কারণে খুন করা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিস। পুরনো শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই ঘটনায়, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen