OBC মামলা স্নাতকস্তরে ভর্তিতে কোনও প্রভাব ফেলবে না, দাবি ব্রাত্যর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: মঙ্গলবার থেকে খুলে গেছে রাজ্যে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল (centralised admission portal)। অন্যান্য অনগ্রসর শ্রেণির বা OBC সংরক্ষণ তালিকা নিয়ে মামলার আবহেই এই পোর্টাল খুলেছে৷ এই পোর্টালের সাহায্যে রাজ্যের ৪৬০টি কলেজ ও ১৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির (college admission 2025) আবেদন করা যাচ্ছে বুধবার দুপুর দুটো থেকে৷ Wbcap.in পোর্টাল থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা৷ মোট দু’দফায় এই ভর্তি প্রক্রিয়া চলবে৷
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিয়েছেন, OBC নিয়ে ভর্তিতে কোনও প্রভাব পড়বে না৷ যদি কোর্টে কোনও নির্দেশ দেয়, তখন আপৎকালীন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিনি বলেন চেষ্টা চলছে আসন সংখ্যা সবদিক বিবেচনা করে ঠিক করার৷ যে কলেজ বা বিষয়ে আবেদনের সংখ্যা বেশি পড়বে, সেখানে নজর দেওয়া হবে৷ যেখানে চাহিদা থাকবে না, সেখানে আসন কমিয়ে দেওয়া হবে৷ বদলে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ওই বিষয়ে ভর্তির চাহিদা বেশি দেখা যাবে, সেখানে আসন বাড়ানো হবে৷
প্রথম দফার ভর্তি
- ১৮ জুন দুপুর দু’টো থেকে আবেদন ও রেজিস্ট্রেশন চলবে ১ জুলাই পর্যন্ত৷ ৬ জুলাই কলেজের বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ ও সিট বরাদ্দের প্রক্রিয়া চলবে৷ ৬ জুলাই থেকে ১২ জুলাই সেই সব বরাদ্দ সিটে ভর্তি প্রক্রিয়া চলবে৷
- ১৭ জুলাই আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে৷ সেই তালিকা অনুযায়ী, ১৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নথি যাচাই হবে৷ ১ অগস্ট থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পঠনপাঠন শুরু হবে৷
দ্বিতীয় দফার ভর্তি
- ২ আগস্ট থেকে ১১ অগস্ট আবেদন করার সুযোগ থাকছে। ১৪ আগস্ট কলেজ বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দ করা হবে ৷ ১৪ আগস্ট থেকে ১৭ আগস্ট বরাদ্দ সিটে ভর্তি হবে ৷
- ২১ আগস্ট আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে৷ ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সেই তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে৷ ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভর্তি হওয়া পড়ুয়াদের নথি যাচাই হবে৷ একজন পড়ুয়া মোট ২৫টি আবেদন করতে পারবেন৷ কোর্সের ভর্তির টাকা ছাড়া পুরো প্রক্রিয়াটি হবে বিনামূল্যে৷
- এই পোর্টালের মাধ্যমে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হওয়া যাবে না৷ তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা হয়৷
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কোর্সের ভর্তিও এই পোর্টালের মাধ্যমে হবে না৷
- রাজ্য সরকারি বিএড ও আইন কলেজগুলিও পোর্টালের আওতার বাইরে থাকবে৷
- পোর্টাল খুললেই একটা ‘চ্যাট বট’ থাকবে৷ যার নাম দেওয়া হয়েছে ‘বীণা’৷ কলেজে ভর্তির ক্ষেত্রে যেকোনও পরামর্শ চাইলেই উত্তর দেবে চ্যাট বট ‘বীণা’৷
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ৪১ দিন পর পোর্টাল খুললেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি করেছেন ভর্তি প্রক্রিয়ায় কোনও দেরি হয়নি৷ তিনি বলেন, OBC সংরক্ষণ নিয়ে জটিলতা ছিল৷ অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর যেদিন গেজেট নোটিফিকেশন জারি করেছে, তার সাতদিনের মধ্যেই তারা পোর্টালের বিজ্ঞপ্তি জারি করেছেন৷ তাই ভর্তিতে কোনও দেরি হয়নি ৷