একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ধমক হাইকোর্টের, ১ আগস্ট থেকে বাংলায় প্রকল্পের কাজ চালুর নির্দেশ

একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ধমক হাইকোর্টের, ১ আগস্ট থেকে বাংলায় প্রকল্পের কাজ চালুর নির্দেশ

June 18, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
১০০ দিনের কাজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৪: ১০০ দিনের প্রকল্প (MGNREGA) চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাই কোর্টের। এই প্রকল্পে গত তিনবছর ধরে বাংলাকে ১ টাকাও ছোঁয়ায়নি নরেন্দ্র মোদী সরকার (Modi Government)। কেন্দ্রের সেই সিদ্ধান্ত যে রাজ্যের সঙ্গে চরম অসহযোগিতা তা মানছিল বাম দলগুলিও। বুধবার সেই প্রকল্পের ব্যাপারে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের নির্দেশ ১ অগস্ট থেকে ফের এই প্রকল্প শুরু করতে হবে।

রাজ্যে গত তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। যা নিয়ে সরব শাসকদল তৃণমূল। কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এ রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র। হাই কোর্টে এই মামলা বিচারাধীন। আদালত জানিয়েছে, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না।

এদিন মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর পর্যবেক্ষণে বলেন—“শুরু থেকেই একটা কথা বলছি— ১০টা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে, কিন্তু বাকিরা তো স্বচ্ছ?” তাঁর কথায়, “যা হয়েছে, সেটা অতীত। কিন্তু প্রায় তিন বছর ধরে প্রকল্প বন্ধ। এবার নতুন করে চালু করতেই হবে। কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না।” প্রধানবিচারপতি এর পরই বলেন, জুলাই বা অগস্ট থেকে চালু করা যায় কিনা ভেবে দেখুন।

আজকের এই রায়ের পর তৃণমূল বলছে তাঁদের দাবি মান্যতা পেল। তৃণমূল ভবনে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কলকাতা হাই কোর্টের এই রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে, কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen