Sealdah Division: এসি লোকাল এসে পৌঁছেছে রানাঘাটে, জানেন ভাড়া-মান্থলি কত?
নতুন ট্রেন চলাচল শুরু হয় তাদের নির্দেশেই। এসি লোকালের জন্য কোনও নন এসি লোকালকে সরানো যাবে না, তা আগেই ঠিক করা রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৮: শিয়ালদা ডিভিশনের শহরতলির যাত্রীদের জন্য সুখবর। পূর্ব রেল শীঘ্রই এসি ইএমইউ লোকাল চালানোর প্রস্তুতি নিচ্ছে। রানাঘাট-শিয়ালদহের মধ্যে চলবে প্রথম এসি লোকালটি। আইসিএফ চেন্নাই থেকে প্রথম রেকটি আসার পরই শিয়ালদহ ডিভিশন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার বেলা একটা নাগাদ এসি লোকালটি এসে পৌঁছয় রানাঘাটে।
এসি রেক আসার পরই যে তা সঙ্গে সঙ্গে চলবে তেমনটি নয়। আপাতত সেটির অনুমোদন দেবে রেল বোর্ড। তারপর সেটি কখন চলবে তা নির্ধারণ করা হবে। উল্লেখ্য, নতুন ট্রেন চলাচল শুরু হয় তাদের নির্দেশেই। এসি লোকালের জন্য কোনও নন এসি লোকালকে সরানো যাবে না, তা আগেই ঠিক করা রয়েছে। ফলে দু’টি ট্রেনের মধ্যে নতুন এসি লোকালের জন্য সময় খুঁজতে হবে।
১০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার জন্য এসি ইএমইউ ট্রেনের ভাড়া ২৯ টাকা এবং ১১ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার দূরত্বের জন্য ৩৭ টাকা। মাসিক সিজন টিকিটের (এমএসটি) অর্থাৎ মান্থলি চার্জ যথাক্রমে ৫৯০ টাকা এবং ৭৮০ টাকা হবে।