MGNREGA : গ্রামীণ কর্মসংস্থানকে আটকে দেওয়া কেন্দ্রের প্রতিশোধস্পৃহা ছাড়া আর কিছুই নয়, মত অভিষেকের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:১৫: রাজ্যে ফের ‘একশো দিনের’ প্রকল্প চালু করতে হবে। আগামী ১ অগস্ট থেকেই বাংলায় ফের এই প্রকল্প চালুর নির্দেশ কেন্দ্রকে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, ‘কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।’ দীর্ঘদিন ধরেই রাজ্যের তরফে অভিযোগ উঠছিল, ‘একশো দিনের কাজের টাকা’ আটকে রেখেছে কেন্দ্র।
এদিন হাইকোর্টের রায়দানের পর ডায়মন্ডহারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, কলকাতা হাইকোর্ট MGNREGA চালুর যে নির্দেশ দিয়েছে, বিজেপির প্রতিশোধের রাজনীতির উপর তা মোক্ষম আঘাত। ২০২১ সালে মানুষের রায় মেনে নিতে না পেরে ‘বাংলা বিরোধী বিজেপি’ এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয়। গ্রামীণ কর্মসংস্থানকে আটকে দেয়। এটা প্রতিশোধস্পৃহা ছাড়া আর কিছুই নয় বলে মত অভিষেকের।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে অভিষেক-সহ অন্য সাংসদরা লোকসভায়ও বারবার সরব হয়েছেন। রাজভবনের সামনে ধর্নায় বসেছেন।