১০০ দিনের কাজের টাকা দাবিতে বিক্ষোভ দেখানো মহিলাদের জেহাদি বললেন সুকান্ত, তীব্র প্রতিবাদ জানাল TMC
এদিন বজবজ যেতেই তাঁকে ঘিরে ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া ও কেন্দ্রীয় আবাস যোজনা টাকার দাবি করেন মহিলারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৬: সম্প্রতি বিক্ষোভের সময় হাওয়াই চটির কাটআউট ছোড়ার অভিযোগ উঠেছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। এই ঘটনায় দুদিন আগেই ক্ষমাও চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক তাঁকে নিয়ে। এবার ১০০ দিনের কাজের টাকা দাবিতে বিক্ষোভ দেখানো মহিলাদের বেনজির আক্রমণ করলেন সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। বৃহস্পতিবার, বজ বজ(Budge Budge) হালদার পাড়ায় দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত। আর সেখানেই মহিলাদের ‘জেহাদি’ বলে অপমান করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি।
এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল(TMC) নেতৃত্ব। তাঁদের নির্দেশেই ১০০দিনে টাকা আটকে রেখেছে কেন্দ্র। সগর্বে একথা ঘোষণা করতেন বিজেপি নেতৃত্ব। এখন আদালতের নির্দেশ বাংলায় ১০০দিনের কাজ চালু করতে হবে। এই পরিস্থিতিতে গত বছরগুলির বকেয়া দাবি করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(chief minister mamata Banerjee)। এদিন বজবজ যেতেই তাঁকে ঘিরে ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া ও কেন্দ্রীয় আবাস যোজনা টাকার দাবি করেন মহিলারা। সেই সঙ্গে তাঁর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দিতে থাকেন। মহিলারা কথা বলতে গেলে তাঁদেরকে জেহাদি আখ্যা দেন সুকান্ত।
তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। একজন মহিলা নাগরিক ও সাংসদ হিসেবে আমি বিজেপির এই নারীবিদ্বেষী মানসিকতার তীব্র প্রতিবাদ করছি। আগেও প্রধানমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিলেন। বাংলার মানুষ তার জবাব দিয়েছে। এখন রাজ্য বিজেপি সভাপতি সেই মহিলাদের, যারা তিন বছর ধরে বঞ্চিত, তাদের ‘জেহাদি’ বলে দাগাচ্ছেন—এটা চরম অসম্মানজনক। আমরা এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবি করছি এবং তাঁর অপসারণ চাই।”
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “বঙ্গ বিজেপি সভাপতি, যিনি আবার একজন শিক্ষাবিদ, তাঁকে বজবজের হালদারপাড়ায় মহিলা শ্রমিকরা প্রশ্ন করেন, কেন কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে, কেন ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। তার জবাবে তিনি বাংলার মহিলাদের ‘জেহাদি’ বললেন। প্রতিদিন বাংলার মানুষকে অপমান করে চলেছে বিজেপি নেতৃত্ব। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী সিঁদুর ও শাখা নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। মনে হচ্ছে, বিজেপি নেতারা দিনের পর দিন বাংলার নারীদের অপমান করতে উঠে পড়ে লেগেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”