Dev-Subhasree: ‘১২ বছর পর…’, কী বলতে চাইলেন দেব-শুভশ্রী?

এদিন বড়সড় চমক দিলেন নিজের অনুরাগীদের দেব-শুভশ্রী জুটি। সোশাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন তাঁরা।

June 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৩: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সব জটিলতা কাটিয়ে সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি ধূমকেতু। ভক্তরা তাঁদের ভালোবাসার সেই জুটি দেব-শুভশ্রীকে (Subhashree Ganguly) ফের পর্দায় দেখার জন্য রয়েছেন অধীর অপেক্ষায়।

মাঝে প্রায় ১০টা বছর কেটে গিয়েছে। এর মাঝে একসঙ্গে কোনও কাজ করেননি দেব-শুভশ্রী। একসময় তাঁদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবিটির। প্রেমভাঙার পরেই আসলে ‘ধূমকেতু’-তে (Dhumketu) কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এর গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি।

দেব (dev) এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন সম্প্রতি। একইসঙ্গে সেই খবর দেন ছবির আরও এক প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৪ আগস্ট ছবি মুক্তির দিন হিসাবে ঘোষিত হয়। এদিন বড়সড় চমক দিলেন নিজের অনুরাগীদের দেব-শুভশ্রী জুটি। সোশাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে “বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।” এই পোস্টের পর তার কমেন্টবক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen