ভ্রমণ বিভাগে ফিরে যান

বস্তির টানে ভারত-দর্শনে আসেন বিদেশী পর্যটকরা, বলছে সমীক্ষা

September 24, 2020 | < 1 min read

একদিকে সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় বস্তি মুম্বইয়ের ধারাভি। আপনি যদি ভেবে থাকেন ভারতে পর্যটকদের মূল আকর্ষণ হবে তাজমহল, তাহলে অবশ্যই আপনার সেই ধারনা ভুল। কারণ ‌তাজমহল নয়, ভারতে পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠছে ধারাভির বস্তি। 

এশিয়ায় পর্যটকদের প্রথম দশ পছন্দের তালিকায় কিন্তু তাজমহল নয়, র‌য়েছে ধারাভির নাম। তালিকায় দশ নম্বরে রয়েছে ধারাভির নাম। তবে তাতে শীর্ষস্থান পেয়েছে ইন্দোনেশিয়ার উবুদ। সেই জায়গাটিই পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয়। 

এক নজরে দেখে নিন সেই তালিকাটি:‌

১.‌ উবুদের জঙ্গল ট্যুর– ইন্দোনেশিয়া।

২.‌ জিয়ান ফুড ট্যুর– জিয়ান, চীন।

৩.‌ বেজিংয়ের হুটং ফুড এবং বিয়ার ট্যুর– বেজিং, চীন।

৪.‌ চিয়াং মাই–তে থাই এবং আখা কুকিং ক্লাস– চিয়াং মাই, থাইল্যান্ড।

৫.‌ হ্যানয় স্ট্রিট ফুড ট্যুর– হ্যানয়, ভিয়েতনাম।

৬.‌ টোকিও বাইক ট্যুর– টোকিও, জাপান।

৭.‌ চু–চি টানেলে লাক্সারি স্পিডবোডে ট্যুর– হো চি মিন সিটি, ভিয়েতনাম।

৮. আঙ্কোরভাট ট্যুর– কম্বোডিয়া।‌

৯.‌ ক্রাবি সানসেট ক্রুজে ট্যুর– আও নাং, থাইল্যান্ড।

‌১০. ধারাভি বস্তিতে ট্যুর– ধারাভি, মুম্বই। ‌

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #foreigners, #slums

আরো দেখুন