Operation Sindhu: ইরান থেকে উদ্ধার কয়েকশো ভারতীয়, আসছে আরও ফ্লাইট

June 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউ জ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪৯: শুক্রবার গভীর রাতে ২৯০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দিল্লিতে অবতরণ করল ইরানের বিশেষ বিমান (Indian students are returning home)। এর পর শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিমান। আজ সন্ধেয় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা। দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরাবেন সেই সেই রাজ্যের সরকার।

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে নয়াদিল্লি।

ইরানের দূতাবাসের ডেপুটি চিফ মোহাম্মদ জাওয়াদ হোসেনি জানিয়েছেন, “আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে প্রয়োজনে আরও ফ্লাইট চালানো হবে। কারণ, ভারতীয়দের আমরা নিজেদের বন্ধু বলে ভাবি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen