NEET UG 2025 exam: মেধা যাচাই না ব্যবসা? পাস মার্কস ছাড়াই ‘উত্তীর্ণ’ ৫০% পড়ুয়া
প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী মাত্র ১৫-৩৪% নম্বরে উত্তীর্ণ হয়েছেন। পাশ মার্কস ছাড়াই ডাক্তারি পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়ে গেছেন ৫০ শতাংশ পড়ুয়া।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৯: গত ১৪ জুন ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির নিট-ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম ২০ জনের মধ্যে রয়েছে বাংলার ২ ছাত্র। র্যাঙ্ক ১৬ তে আছে রাজারহাটের রচিত সিনহা চৌধুরী (বাংলায় প্রথম)। আর ২০ নম্বর স্থান অধিকার করেছে বর্ধমান CMS স্কুলের ছাত্র রূপায়ণ পাল। এই পরীক্ষায় মোট উত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা মোট ১২ লক্ষ ৩৬ হাজার ৫৩১। আগামী দিনে এদের মধ্যে থেকেই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভবিষ্যতের ডাক্তার বেঁচে নেওয়া হবে।
কিন্তু আদৌ কি তারা ডাক্তার হওয়ার যোগ্য? NEET এর আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) র একটি বিবৃতির পড়ই উঠছে এই প্রশ্ন। তাদের বিবৃতি অনুযায়ী প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী মাত্র ১৫-৩৪% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ পাশ মার্কস ছাড়াই ডাক্তারি পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়ে গেছেন ৫০ শতাংশ পড়ুয়া।
পাস মার্কস: অসংরক্ষিত শ্রেণির জন্য ৫০ পার্সেন্টাইল পেতেই হয়। SC/ST/OBC এবং সাধারণ-PH ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য পার্সেন্টাইল কাটঅফ যথাক্রমে ৪০% এবং ৪৫%
অসংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে :
- কাট-অফ মার্কস: ১৪৪
- ১৪৪ থেকে ২০০ নম্বর পেয়েছেন: ৩,০৩,০৪০ জন
- ২০১ থেকে ২৫০ নম্বর পেয়েছেন: প্রায় ২,০০,০০০ জন
সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে :
- SC, ST, OBC, EWS, PwDর কাট-অফ: ১২৭, ১২৬, ১১৩ (প্রায় ১৫-২০% নম্বর)
- উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা: প্রায় ১,৩৫,৩৮০
এই খবর সামনে আসার পর, মেধা যাচাইয়ে পার্সেন্টাইল নয়, পার্সেন্টেজ ফিরিয়ে আনার দাবি তুলেছেন নিটের শিক্ষকমহলের একাংশ। এভাবেই যদি ভবিষ্যতের ডাক্তার বাছাই হয় তাহলে আমাদের সমাজ, শিক্ষাব্যবস্থা এবং স্বাস্থ্যনীতি গভীর সংকটেইর দিকে এগোচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি কেন্দ্রের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। NEET পরীক্ষার মাধ্যমে সত্যিই কি পড়ুয়াদের মেধা যাচাই হচ্ছে নাকি এটা আসলে একটা ব্যবসা? ভবিষ্যতের ডাক্তারদের যদি এই যোগ্যতা হয় তাহলে আমাদের সমাজ যে কোন অন্ধকারের দিকে এগোচ্ছে তা সত্যিই বলা মুশকিল।