All India Football Federation: সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল! এবার ডুরান্ড খেলতে চাইছে না একাধিক ক্লাব
ক্লাবগুলোর প্রি সিজন প্রস্তুতি বিলম্বিত হওয়ার দরুণ ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না। একের পর এক সমস্যায় দীর্ণ ভারতীয় ফুটবল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: ভারতীয় ফুটবল আর সমস্যা এখন সমার্থক হয়ে গিয়েছে। একে আইএসএল-এর ভবিষ্যত অনিশ্চিত, তার উপর আবার ডুরান্ড কাপ নিয়ে জটিলতা। এবার খবর, কম করে ৬টি আইএসএল ক্লাব ডুরান্ড কাপে (Durand Cup) অংশ নিতে পারবে না। ক্লাবগুলোর প্রি সিজন প্রস্তুতি বিলম্বিত হওয়ার দরুণ ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না। একের পর এক সমস্যায় দীর্ণ ভারতীয় ফুটবল। সব সমস্যার সমাধান কীভাবে সম্ভব সেটাই দেখার।
আইএসএলে (ISL) অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে এফএসডিএল কর্তাদের। ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক ক্লাবগুলোকে এফএসডিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্টার রাইটস এগ্রিমেন্টের ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে এবার আইএসএলের বলই গড়াবে না।
পিছতে পিছতে ব্লু টাইগার্সের বর্তমান ফিফা র্যাঙ্কিং ১৩৩। সমালোচনায় জর্জরিত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে অ্যান্ড কোং। দু’দিন আগেই এবিষয়ে তোপ দেগেছেন বাইচুং ভুটিয়া। শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি মন্তব্য করেন, ‘কল্যাণের জন্য মুখ পুড়ছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবমূর্তি। ওকে যারা সভাপতি করেছিল তারাই বীতশ্রদ্ধ।’ বুঝতে অসুবিধা হয় না, বাইচুংয়ের ইঙ্গিত বিজেপির দিকেই। ফের নির্বাচন হলে তিনি কী সভাপতি পদে লড়বেন? মুচকি হেসে ওঁর জবাব, ‘রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে ভোটে দাঁড়িয়ে কোনও লাভ নেই।’ তাঁর সংযোজন, ‘কল্যাণ না সরলে ভারতীয় ফুটবল আরও পিছবে। খেলোয়াড় জীবনে রাজনীতি করেছে। এখনও পাল্টায়নি।’