নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে
২০২৬-এ বড় অস্ত্র হতে চলেছে মেরুকরণের রাজনীতি, যা বঙ্গে এখন প্রবল। হিন্দু আবেগে শান দিতে যেখানে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি সেখানেই এক নয়া জল্পনা!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২২:০০: ২০২৬-এ বড় অস্ত্র হতে চলেছে মেরুকরণের রাজনীতি, যা বঙ্গে এখন প্রবল। হিন্দু আবেগে শান দিতে যেখানে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি সেখানেই এক নয়া জল্পনা! হিন্দুত্বর অস্ত্র নিয়ে বাংলার রাজনীতিতে আসতে চলেছে নতুন দল! ‘পশ্চিমবঙ্গ হিন্দু সেনা’ এই নাম নিয়েই খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। এই দল গঠনের ভূমিকায় উঠে আসছে বিজেপি’র প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষের নাম। রাজনৈতিক মহলে যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
জানা যাচ্ছে, শুক্রবার সল্টলেকে জনা পঁচিশ বিজেপি নেতানেত্রী দিলীপের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন। সে বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
দলের সম্ভাব্য নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দু সেনা’ (পিএইচএস)। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি-শার্ট বিলি হয়েছে। এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়িই নির্বাচনে কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়তে চলেছে। তবে ‘দিলীপের বৈঠকে’ যাঁরা ছিলেন বলে জল্পনা, তাঁদের অধিকাংশই ‘বৈঠকে’ থাকার কথা বা ‘বৈঠক’ হওয়ার কথা অস্বীকার করছেন।