চার রাজ্যের উপনির্বাচনের ফলপ্রকাশ: বাংলায় তৃণমূল, গুজরাতে AAP, কোথায় জিতল কে?
ওয়ানড়ের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের পিভি আনভার নির্দল হিসাবে লড়েছিলেন। গণনা শেষে তিনি তৃতীয় স্থানে শেষ করেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৬: দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হল আজ, সোমবার। গুজরাতের কাদি, বিসাবদার, কেরলের নীলাম্বুর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং বাংলার কালীগঞ্জে উপ নির্বাচন হয়েছে।
দিল্লি হারানোর পর কার্যত কামব্যাক করল আপ। গুজরাতে বিসাবদারে জয়ী হয়েছে কেজরির দল। ফলে ২০২৭ সালে গুজরাত বিধানসভা ভোটে বিজেপিকে জোর টক্কর দিতে পারে আপ। অন্যদিকে, কংগ্রেসের জন্যে অশনি সংকেত। আপ গুজরাতে লড়লে কংগ্রেসের বিরোধী স্থান টলে যেতে পারে।
গুজরাতের আর এক আসন কাদিতে জিতেছে বিজেপি। নীলাম্বুরে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ, দ্বিতীয় স্থানে বামেরা। ওয়ানড়ের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের পিভি আনভার নির্দল হিসাবে লড়েছিলেন। গণনা শেষে তিনি তৃতীয় স্থানে শেষ করেন।
পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে জয়ী হয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ আপ প্রার্থী সঞ্জীব আরোরা। ওই কেন্দ্রে দ্বিতীয়স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী ভারতভূষণ এবং তৃতীয় স্থানে বিজেপির বিজেপির জীবন গুপ্তা।
বাংলার কালীগঞ্জ উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। একুশের বিধানসভা ভোটের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তৃতীয় হন।