Subhangshu Shukla: মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা, ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় মহাকাশে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: একাধিকবার পিছিয়ে গিয়েছে শুভাংশু শুক্লর মহাকাশযাত্রা। গত রবিবার শুভাংশুদের নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল নাসার ‘ড্রাগন’-এর। কিন্তু উৎক্ষেপণের দিন দুয়েক আগে আবারও বাতিল করে দেওয়া হয় অভিযান। শেষমেশ নাসা জানাল, সব ঠিক থাকলে আজ বুধবার মহাকাশে পাড়ি দেবেন শুভাংশুরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্ল্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের অভিযান। শুভাংশুদের অভিযানের নাম ‘অ্যাক্সিয়ম-৪’।
অর্থাৎ ৪০ বছরেরও বেশি সময় পরে এক ভারতীয় আবার পা রাখতে চলেছেন মহাকাশে। এবার তিনি যাচ্ছেন সরাসরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS)। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla), ভারতীয় বায়ুসেনার একজন অভিজ্ঞ পাইলট। এই ঐতিহাসিক অভিযানে তিনি হবেন ISS-এ যাওয়া প্রথম ভারতীয় এবং ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন। সব ঠিক থাকলে বিকেল সাড়ে ৪টে নাগাদ আইএসএস-এ পৌঁছোবেন শুভাংশুরা।
প্রথমে চলতি বছরের ২৯ মে শুভাংশুদের অভিযান শুরু হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ৮ জুন করা হয়েছিল। কিন্তু ‘ড্রাগন’-এ যান্ত্রিক গোলযোগের কারণে তা পিছিয়ে যায়। মোট সাত বার অভিযান পিছোনোর পর আজ অবশেষে মহাকাশের উদ্দেশে পাড়ি দিতে চলেছেন শুভাংশুরা।
এই মিশন চলাকালীন চার মহাকাশচারী দু’সপ্তাহ আইএসএস-এ থাকবেন, যেখানে তাঁরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এর মধ্যে ৭টি এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পরিকল্পনায় তৈরি। এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নয়, বৈজ্ঞানিক গবেষণাতেও এক বিশাল পদক্ষেপ। উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে এখন উৎসবের আবহ। স্কুল, কলেজ, বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত। কারণ একথা নির্দ্বিধায় বলা যায়, এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা করবে। এই মুহূর্তটি সরাসরি দেখতে পারবেন ভারতীয়রা। স্পেসএক্স (SpaceX) তাদের ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সকাল ১০টা (IST) থেকে লাইভ সম্প্রচার শুরু করবে।