নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত সম্ভাব্য মেয়রকে বেনজির আক্রমণ ট্রাম্পের, কী লিখলেন মার্কিন প্রেসিডেন্ট?

June 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:০০: নিউইয়র্কের মেয়র হওয়ার পথে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানি (Zohran Mamdani)। তাঁকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জোহারান মামদানিকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘১০০ শতাংশ কমিউনিস্ট পাগল।’ বাকি ডেমোক্র্যাট নেতাদেরও নিশানা করেন ট্রাম্প। যারা জোহারান মামদানিকে সমর্থন করেছেন তাঁদের নির্বোধ বলেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটরা এখনও ট্রাম্পের মন্তব্যের কোনও জবাব দেয়নি।

নিউইয়র্ক সিটি মেয়র পদের ডেমোক্র্যাট প্রাইমারিতে বিপুল ভোট পেয়েছেন জোহারান মামদানি। তাঁর মেয়র হওয়া কার্যত সময়ের অপেক্ষা। ফলাফল সামনে আসার পরই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দফায় দফায় পোস্ট করে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি লেখেন, “যেটা ঘটার ভয় ছিল, সেটাই ঘটল অবশেষে। ডেমোক্র্যাটরা এবার সম্পূর্ণ সীমা ছাড়িয়েছে। জোহারান মামদানি, ১০০ শতাংশ কমিউনিস্ট পাগল, এখন ডেম প্রাইমারিতে জয়ী, মেয়র হওয়ার পথে। এবার সব সহ্যের বাইরে চলে গেছে।”

https://truthsocial.com/@realDonaldTrump/114745583467776157

খ্যাতনামা পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানিকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প। তিনি বলেন, ”ওঁর চেহারা ভয়ানক, কণ্ঠস্বর যন্ত্রণাদায়ক, আর বুদ্ধিও কম। আদতে অপদার্থ!”

https://truthsocial.com/@realDonaldTrump/114745592965123786

উল্লেখ্য, জোহারান মামদানি জন্মসূত্রে গুজরাতি মুসলিম। উগান্ডায় তাঁর জন্ম। সাত বছর বয়স থেকে নিউইয়র্কে থাকেন তিনি। ৩৩ বছরের জোহরান মামদানিই নিউ ইয়র্ক সম্ভাব্য পরবর্তী মেয়র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen