Digha Rath Yatra 2025 : রাত পোহালেই রথযাত্রা, দীঘার রথের বৈশিষ্ট কী, কোন পথে গড়াবে রথের চাকা, জেনে নিন বিস্তারিত

June 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:০০: রাত পোহালেই রথযাত্রা। এ বছর পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রথমবার রথযাত্রা পালিত হবে। সৈকত শহরে নবনির্মীত জগন্নাথ মন্দির ঘিরে তাই সাজ সাজ রব। রথ সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে। বাংলার এক বিখ্যাত শিল্পী সেই কাজ করেছেন। গত কয়েকদিন ধরে তিনি ও তাঁর টিম সাজিয়ে তুলেছেন এই রথ। দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দীঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। ১৬ চাকার এই রথ। ধ্বজাসমেত রথের উচ্চতা ৩০ ফুট। ২২ ফুট চওড়া। লাল ও হলুদ রঙের এই রথের তিনদিকে থাকবেন ৯ জন পার্শ্বদেবতা। দুজন দ্বারপাল। রথজুড়ে রঘুরাজপুর পটচিত্র। সামনে সাদা ঘোড়া। সুভদ্রার রথ দর্পদলন। লাল ও কালো রঙের এই রথের উচ্চতা সাড়ে আঠাশ ফুট। ১২ চাকার এই রথের সামনে কমলা ঘোড়া। বলরাম এর রথের নাম তালধ্বজ সবুজ ও সাদা রঙের এই রথের উচ্চতা ২৯ ফুট। ১৪ চাকার এই রথের সামনে কালো ঘোড়া।

জানা গিয়েছে, দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তা জুড়ে চলছে রথ। রথ টানা হবে মন্দিরের দক্ষিণ গেট দিয়ে। ১১৬-বি জাতীয় সড়ক ধরে রথ পৌঁছোবে মাসির বাড়ি পর্যন্ত। নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র অলিম্পিয়ান ও সাধুসন্তেরা রথের সামনে থাকতে পারবেন।

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির ঘিরে উৎসাহও বেড়েছে পর্যটকদের মধ্যে। এবার দীঘায় প্রথম বার রথযাত্রা উৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার রথের রশিতে টান দিয়ে দীঘায় রথযাত্রার সূচনা করবেন মমতা। মুখ্যমন্ত্রীর উপহার দেওয়া সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টানবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen