এ কি করছেন শুভেন্দু ! অভিষেকের নামজপ করতে দেখে সামাজিক মাধ্যমে হাসির রোল

June 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

একি করছেন শুভেন্দু অধিকারী! সাংবাদিক বৈঠকে মাইক্রোফোন হাতে বারবার তৃণমূল সাংসদের নামজপ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে সোশাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। ভিডিও ভাইরাল হতেই এই নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কটাক্ষ তৃণমূলের আইটি সেলের হেড দেবাংশু ভট্টাচার্যও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। তাতেই দেখা যাচ্ছে সাংবাদিক বৈঠক করতে বসতে একটানা অভিষেকের নামজপ করে চলেছেন শুভেন্দু। ওই ভিডিও শেয়ার করে অভিষেক লেখেন, “কলিযুগে ভগবানের নামজপ করা হয়। কিন্তু বিজেপি নেতা বিশ্বাস করে আমার নামজপ হয়তো তাঁকে পরিত্রাণের সুযোগ দেবে কিংবা কয়েকটি আসন বাড়ানো যাবে। তবে এটা কখনই বাংলায় হবে না।”

সোশাল মিডিয়ায় ওই একই ভিডিও শেয়ার করে শুভেন্দুকে খোঁচা দিয়েছেন দেবাংশুও। তিনি লেখেন, “তার যদি কেটে যায়, নেমে আসে চাপ; গুরু নাম জপ করো, কমে যদি পাপ!” অনেকেই বলছেন, একে তো ঘরোয়া কোন্দল। তার উপর আবার দক্ষ সংগঠকের অভাব। তার ফলে বঙ্গ বিজেপি নির্বাচনে ভালো ফল করতে পারে না। সেই হতাশায় সম্ভবত এমন বিরোধী দলনেতার এমন অসংলগ্ন আচরণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen