হাত ছেড়ে পদ্মে গেলেই বিদেশমন্ত্রীর চেয়ার? তুঙ্গে থারুরের দলবদলের জল্পনা

June 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:২০: দাক্ষিণাত্যে পদ্ম ফোটাতে ডাহা ফেল করছেন মোদী, শাহ। একবার নয়, বার বার তাঁদের সঙ্গী হয়েছে ব্যর্থতা। এবার কি শশী থারুকে হাতিয়ার করে দাক্ষিণাত্য জয়ের স্বপ্ন দেখছেন মোদী? অন্যদিকে, কংগ্রেসে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছেন কেরলের চোস্ত ইংরেজি বলা কংগ্রেস সাংসদ। শশী দীর্ঘদিন ধরেই বেসুরো। তাঁর পদ্ম যোগের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, মন্ত্রিসভার রদবদলে নাকি থারুরকে বিদেশমন্ত্রী করতে চাইছেন প্রধানমন্ত্রী।

যদিও থারুর কৌশলে এড়িয়ে যাচ্ছেন জল্পনা। সাম্প্রতিক অতীতে বার বার মোদীর প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। কংগ্রেসের হাইকমান্ডের তোয়াক্কা করছেন না থারুর। নীলাম্বুরে থারুর কোনও ভূমিকা ছাড়াই জিতে গিয়েছে কংগ্রেস। ফলে কেরলের মাটিতে কংগ্রেসের জন্য আর অপরিহার্য নন থারুর।
কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও যে তাঁর মতপার্থক্য রয়েছে, সেকথা স্বীকার করেছেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি থারুরের সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছে। কিছুদিন আগে লন্ডনে ছিলেন রাহুল। সেখানে অন্য কাজে গিয়েছিলেন থারুর। সেখানেই দুজনের মধ্যে কথা হয়েছে। কিন্তু শশী থারুর সম্পর্কে অন্য দলীয় নেতৃত্ব মোটেই খুশি নন।

পহেলগাঁও হামলা ও তার পরবর্তী একাধিক ঘটনায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছেন। সরকারের পাঠানো বহুদলীয় সাংসদদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে শশী থারুর নজর কেড়েছেন। এতে অত্যন্ত খুশি মোদী। সর্বদলীয় প্রতিনিধিদল সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে মিলিত হয়েছিলেন। সেখানে শশী থারুরের সঙ্গেই অধিকাংশ সময় কথা বলতে দেখা গিয়েছে মোদীকে। রাজনৈতিক মহলের খবর, মোদী তাঁকে পিমাকভ রিডিংস নামে ২৫-২৬ জুন মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক সায়েন্টিক অ্যান্ড এক্সপার্ট ফোরামে পাঠিয়েছেন।

একদিকে থারুরকে বড় আসন দিচ্ছেন মোদী অন্যদিকে কেরলের প্রদেশ কংগ্রেস শশী থারুরকে গুরুত্ব দিতে চায় না। শশী থারুর দল ছাড়লে, দলবিরোধী কাজের জন্য লোকসভার সদস্য পদ খোয়াতে পারেন। বিজেপি রাজ্যসভা থেকে তাঁকে সদস্য করে মন্ত্রিসভায় জায়গা দিতেই পারে। ফলে ক্রমেই তাঁর দলবদলের জল্পনা বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen