Digha Rath Yatra LIVE: মাসির বাড়ি পৌঁছে গেল জগন্নাথদেব, থাকবেন এক সপ্তাহ
রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৮: রথযাত্রার দিনে সৈকত শহর দীঘা পরিণত হয়েছে ভক্তদের মিলনক্ষেত্রে। এই উৎসব উপলক্ষে দীঘায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই রথের রশিতে টান দিয়ে, সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়ে, আরতির মাধ্যমে সূচনা করলেন দীঘার প্রথম রথযাত্রা। জেলার বিভিন্ন প্রান্তে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে সাধারণ মানুষ। প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে
রথযাত্রা LIVE UPDATE
১৬:২৪ মাসির বাড়িতে জগন্নাথদেবের আরতি সেরে হোটেলের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৬:১০ রথে করে বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে মাসির বাড়ি পৌঁছোল রথ।
১৫:৩০ দুপুর সাড়ে তিনিটে উপচে পড়া ভিড়ের মধ্যে অর্ধেক পথ পাড়ি দিল দীঘার রথ।
১৫:১২ রথের পাশে হেঁটে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ইসকনের সন্ন্যাসীরা।
১৪:৩০ দীঘায় রথের রশিতে টান পড়তেই শুরু হল রথ যাত্রা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদপিষ্টের মতো ঘটনা এড়াতে রাস্তার দু’ধারে ব্যারিকেড করা হয়েছে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রথদর্শনে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
১৪:০৯ সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দীঘায় রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুর আগে তিনটি রথের সামনেই আরতি করেন তিনি।



১৩:৩২ আর কয়েক ঘণ্টা বাদেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গড়াবে দীঘার রথের চাকা। তার আগে শেষ মুহূর্তের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
১৩:২৯ সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভক্তরা জগন্নাথের পাথরের মূর্তি দর্শন করছেন। মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
১১:৪৩ ইসকনের সদস্য রাধারমন দাসের নেতৃত্বে রথে আরোহন করলেন বলভদ্র, জগন্নাথ ও সুভদ্রা। অনুষ্ঠিত হয় আরতি, শঙ্খধ্বনিতে মুখর হয় চারদিক। রাধারমন জানান, এই সকালবেলার আয়োজন ‘পাহান্ডি বিজয়’—অর্থাৎ, জগন্নাথ স্বয়ং পায়ে হেঁটে রথে আরোহন করেন।

১০:২৩ বৃষ্টির মধ্যেই দিঘায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথে বাঁধা হল রশি। পাট ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি এই রশিতেই টান পড়বে রথযাত্রার শুরুতে।