CFL 2025: প্রথম ম্যাচেই হাফ ডজন গোল দিল ইস্টবেঙ্গল, ৭-১ গোলে হারাল মেজারার্সকে
গতবারও কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। অবশ্য আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৮: শুক্রবার রথের দিন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের ছিল একটাই গন্তব্য- নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম। বিকেল তিনটেয় লাল-হলুদ ব্রিগেড শুরু করে ২০২৫ আইএফএ প্রিমিয়র ডিভিশন কলকাতা লিগ (Kolkata Football League 2025) অভিযান। প্রতিপক্ষ মেজারার্স ক্লাব। ৭-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। মেজারার্স ক্লাবকে কলকাতা লিগের প্রথম ম্যাচে কার্যত নাস্তানাবুদ করে জিতল লাল-হলুদ ক্লাব। একের পর এক গোল করে দলকে জিতিয়ে দিলেন জেসিন টিকে, সুমন দে, তন্ময় দাস সকলেই প্রায় গোল পেয়েছেন।
কলকাতা লিগ দিয়েই এবারের মরশুম শুরু করছে পদ্মা পাড়ের ক্লাব। গতবারও কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। অবশ্য আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি।
আইএফএ (IFA) পরিচালিত এই লিগে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের যা রেকর্ড, তারা ধারে-কাছে নেই ময়দানের অন্য কোনও দল। এখন পর্যন্ত ৩৯ বার লিগ জিতেছে ইস্টবেঙ্গল, যেখানে মোহনবাগান জিতেছে ৩০ বার।
প্রথমার্ধে মনোতোষ মাঝি, সায়ন বন্দ্যোপাধ্যায় ও পেকা গুইতের গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। পেকা গুইতের দেওয়া মাইনাস থেকে গোল করেন মনোতোষ। এরপর সায়ন বন্দোপাধ্যায় মেসার্স গোলকিপারকে একা পেয়ে চিপ করে বল তেকাঠির ভেতরে ঠেলে দেন। তৃতীয় গোল আসে গুইতের পা থেকে। নাসিব রহমান যখন একের পর এক ডিফেন্ডারকে কাটানোর চেষ্টা করছেন তখন ব্লক আসে। তবে বল থিকভাবে ক্লিয়ার করতে পারেননি মেসার্স ফুটবলাররা। ফিরতি বলে শট করে যান পেকা গুইতে। ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। গোলকিপার লাইমুজাম কেন সিং-এর ভুলে ব্যবধান বাড়িয়ে ফেলল ইস্টবেঙ্গল। বলের পেছনে নিজের শরীরটা নিয়ে যেতে পারেননি মেসার্স গোলকিপার। সায়নের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শট নিয়েছিলেন তন্ময় দাস। সেই শট গোলে ঢুকে যায়। দারুণ ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসেবে নামা জেসিন টিকে পরপর দু’গোল করে ফেলে। ছয় গোল খাওয়ার পর ব্যবধান কমায় মেজারার্স। গোল করলেন অ্যান্ডি জাকারি।