বঙ্গ বিজেপি’র সভাপতি নির্বাচনের জট কাটানোর দায়িত্ব রবিশঙ্কর প্রসাদকে, সুকান্তর উত্তরসূরী হিসেবে উঠছে তিনটি নাম

কেন্দ্রীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সহ আরও দুই রাজ্যের জন্য রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

June 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৭: বঙ্গ বিজেপির নতুন সভাপতি এখন কে হবে তাই নিয়েই আলোচনা চলছে বাংলার রাজনৈতিক অলিন্দে। এইসব জল্পনার মাঝেই, রাজ্যস্তরে সংগঠন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সহ আরও দুই রাজ্যের জন্য রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। খুব শীঘ্রই তিনি রাজ্যে এসে মনোনয়ন জমা নেওয়ার কাজ পরিচালনা করবেন এবং নির্দিষ্ট নিয়ম মেনেই রাজ্য সভাপতি নির্বাচিত হবেন।

বর্তমানে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির পদে রয়েছেন, তিনিই থাকবেন নাকি নতুন কেউ আসবে তা নিয়েই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যান্য রাজ্যেও শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। মহারাষ্ট্রে সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। আর উত্তরাখণ্ডে নির্বাচন পরিচালনা করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্র।

রাজ্য সভাপতি নির্বাচনের পাশাপাশি বিজেপির জাতীয় পরিষদে বাংলা থেকে কারা কারা থাকবেন, তা-ও ঠিক করবেন রবিশঙ্কর।

জাতীয় পরিষদ কি: দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্র থেকে এক জন করে প্রতিনিধি থাকেন এই পরিষদে। এনারাই সর্বভারতীয় সভাপতি নির্বাচন করেন। বাংলার ৪২টি লোকসভা কেন্দ্র থেকে কোন ৪২ জন জাতীয় পরিষদে থাকবেন তা-ও ঠিক করার দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রীর।

বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে ৬ জুলাই-এর মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। জুলাই মাসেই সর্বভারতীয় সভাপতি-র নামও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গ বিজেপির সূত্রের খবর, নতুন সভাপতির পদে তিনজনের নাম বিবেচনায় রয়েছে।

১. দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং বালুরঘাটের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
২. বিধানসভায় বিজেপির বিধায়ক তথা সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
৩. রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের উত্তরসূরি হিসাবে জ্যোতির্ময়ের নাম দলের কেন্দ্রীয়নেতৃত্বের কাছে সুপারিশ করেছেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি চাইছেন অগ্নিমিত্রা পালকে সভাপতি পদে বসাতে। এই দুই নাম ছাড়াও আরএসএস তথা সংঘের তরফে সরাসরি জোরালোভাবে উঠে এসেছে শমীক ভট্টাচার্জের নাম। তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ ও বিজেপির অন্যতম মুখপাত্র। রাজনৈতিক মহলের মতে, শমীক সাংগঠনিক ও প্রচারমূলক দিক দিয়ে বেশ দক্ষ, এবং তাঁর সঙ্গে সংঘের সম্পর্কও অত্যন্ত দৃঢ়। রাজ্য বিজেপির পুরনো নেতাদের একটি বড় অংশও শমীকের পক্ষেই সায় দিয়েছেন। ফলে, তিনজনের মধ্যে শমীকই আপাতত দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া চলছে। কিন্তু বাংলার প্রধান বিরোধী দলের প্রস্তুতি এখনও প্রাথমিক পর্বেই আটকে। কারণ তারা গোষ্ঠীকোন্দল সামলাবেন না কি নির্বাচনের রণকৌশল ঠিক করবেন? এই প্রশ্নেরই উত্তর নেই তাদের কাছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen