ভিনরাজ্যে সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুর BJP-র যুব নেতা, অস্বস্তিতে পদ্ম শিবির

June 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১০: ওড়িশার গয়নার দোকানে ১০০ গ্রাম সোনা চুরি করে পালাচ্ছিলেন বিজেপি নেতা। ধরা পড়ে এখন গয়নার বদলে পরছেন হাতকড়া! ঘটনার পরেই ফাঁস একের পর এক ছবি। ওড়িশায় জলেশ্বরের একটি গয়নার দোকানে চেন দেখার নাম করে তা চুরি করে পালাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন পশ্চিম মেদিনীপুরের বিজেপি যুব মোর্চার প্রভাবশালী নেতা সোমনাথ সাহু। স্করপিও গাড়ি করে চম্পট দেওয়ার চেষ্টা করলেও স্থানীয় জনতা ধাওয়া করে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

এই ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা রাজনীতিতে। রাজ্য বিজেপির অন্দরেই দেখা দিয়েছে অস্বস্তি। একদিকে যেখানে কলকাতার আইন কলেজে ধর্ষণের ঘটনায় ধৃতের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি তুলে আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতারা, অন্যদিকে সোমনাথ সাহুর গ্রেপ্তারি শাসকদল তৃণমূলকে পালটা প্রচারের রসদ জুগিয়েছে। তৃণমূলের দাবি, সোমনাথ সাহু শুধু বিজেপি যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদকই ছিলেন না, তিনি রাজ্য নেতৃত্বের কাছেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন। সুকান্ত মজুমদার থেকে হিরণ চট্টোপাধ্যায়—সব নেতার সঙ্গেই তাঁর ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি সামনে এনে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন।

জানা গিয়েছে, ধৃতের আদি বাড়ি মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় হলেও বর্তমানে তিনি থাকেন হবিবপুরে। ওই এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকেই তাঁর স্ত্রী স্মৃতিলেখা সাহু গত পুরসভার নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক ও সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সোমনাথ।

এই চুরিকাণ্ডে ব্যবহৃত স্করপিও গাড়িটি নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জানা গিয়েছে, প্রয়াগরাজের মহাকুম্ভে মেদিনীপুর থেকে যে কয়েকটি গাড়িতে বিজেপি নেতারা গিয়েছিলেন, সেই তালিকায় এই গাড়িটিও ছিল। প্রশ্ন উঠছে, চুরির কাজে কীভাবে সেই একই গাড়ি ব্যবহৃত হল? তবে এখন সোমনাথের সঙ্গে দূরত্ব তৈরি করতে মরিয়া জেলা বিজেপি নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen